মোবাইল থেকে অন্য মোবাইলে ফাই ট্রান্সফার করার সেরা অ্যাপ

Best File Sharing App

এই পোস্টে আপনাদের সাথে পারুন একটা এপ্লিকেশন সেয়ার কোরতে জাচ্ছি, যে এপ্লিকেশন এর মাধ্যমে একটা মোবাইল থেকে আর একটা বোমাইলে ফাইল ট্রান্সফার করা জাবে খুবই সহজে। আগে আমরা Shareit নামের অ্যাপ্লিকেশন ব্যবহার করতাম ফাইল ট্রান্সফার করার জন্য, কিন্তু বর্তমানে ফাইল ট্রান্সফার করার জন্য গুগল প্লে স্টোরে বিভিন্ন অ্যাপ পাওয়া যায় আজকে যে অ্যাপটা আপনাদের মাঝে আমরা শেয়ার করছি ঠিক একই রকমই এই অ্যাপটির মাধ্যমে যেকোনো ফাইল আপনারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে ট্রান্সফার করতে পারবেন। এপ্লিকেশনটির নাম Sent anywhere. আর এই অ্যাপ আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। Sent anywhere অ্যাপ এর মাধ্যমে এক মোবাইল থেকে অন্য মোবাইলে ফাইল ট্রান্সফার করার জন্য দুইটি মোবাইলে Sent anywhere অ্যাপ থাকলে হবে, তাহলে যে-কোন ফাইল ট্রান্সফার কোরতে পারবেন। কিভাবে আপনারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে ফাইল ট্রান্সফার কোরবেন Sent anywhere অ্যাপ এর মাধ্যমে সেটা জানার জন্য পোস্টের নিচের দিকের খেলা গুলো মনোযোগ দিয়ে পড়ে নিন।


প্রথমে দুইটা ফোনে থেকে Sent anywhere অ্যাপ Open কোরতে হবে, এরপর যে ফাইল-টি বা যে ডকুমেন্ট আপনি অন্য ফোনে পাঠাতে চান সেই ডকুমেন্ট Sent অপশন থেকে সিলেক্ট করে নিবেন। এরপর এখানে আবারোও Sent নামের একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক কোরবেন।

এবার যে মোবাইলে ডকুমেন্ট গুলো দিবেন সেই মোবাইল থেকে ও Sent anywhere অ্যাপ Open কোরবেন। অ্যাপ Open কোরলে এখানে দুইটি অপশন দেখতে পারবেন, একটা হলো Sent. আর একটা হলো Receive. এবার Receive অপশনে ক্লিক কোরতে হবে।

এবার যে মোবাইল থেকে ডকুমেন্ট পাঠানো হবে সেই মোবাইলে কয়েক সংখ্যার একটা কোড শো করবে, এবার এই কোড গুলো যে মোবাইলে ডকুমেন্টস সেন্ড হবে সেই মোবাইলে input key বক্সে টাইপ করতে হবে। কয়েক সংখ্যার কোড অন্য মোবাইল থেকে দেখে ডকুমেন্ট সেন্ড করা মোবাইলে টাইপ করে Receive. অপশনে ক্লিক কোরলে ডকুমেন্টগুলো আসতে শুরু করবে।

এবং Sent anywhere অ্যাপ এর মাধ্যমে আপনারা কিউ আর কোড স্ক্যান করার মাধ্যমে-ও ফাইল ট্রান্সফার করতে পারবেন, কিউআর কোড স্ক্যান করলে কোন কোডের প্রয়োজন হবে না। আর এভাবে কোরে একটা মোবাইল থেকে অন্য মোবাইলে খুব সহজে ফাইল বা ডকুমেন্ট প্রদান করতে পারবেন।

Sent anywhere. অ্যাপ এর আর একটা বিশেষ সুবিধা হলো এই অ্যাপের মাধ্যমে যেকোনো জায়গা থেকে ফাইট্রান্সফার করা যায়, দুইটা মোবাইল জদি দুই জায়গায় থাকে তারপরও ইন্টারনেট ব্যবহার করে কোড শেয়ারিং এর মাধ্যমে ফাইল বা ডকুমেন্ট আদান প্রদান করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন