ইমোতে কেউ স্ক্রিনশট নিতে পারবে না

Imo block screenshot for call setting

আসসালামু আলাইকুম, আশা করি এই পোস্ট যে যেখান থেকে পড়ছেন সকলেই ভাল আছেন। এই পোস্টে আমরা ইমো অ্যাপের গুরুত্বপূর্ণ একটি সেটিংস নিয়ে আলোচনা করব। আমরা যখন ইমো অ্যাপের ভিতরে অডিও কিংবা ভিডিও কলে কথা বলি, তখন অনেকেই চেষ্টা করে imo অ্যাপ এর ভিতর থেকেই স্ক্রিনশট নেয়ার। তবে ইমো অ্যাপের এমন একটা অপশন রয়েছে বা সেটিংস রয়েছে যার মাধ্যমে আপনারা! স্ক্রিনশট নেয়া বন্ধ করতে পারবেন। এই অপশনটি অবশ্যই আপনি আপনার ইমোতে করতে পারবেন, প্রত্যেকেরই ইমোতে অপশনটি চালু করা যাবে। ইমোর ভিতর কিভাবে এই অপশনটি চালু করবেন বিস্তারিত জানতে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে নিন। এখন আমরা জেনে নিব ইমো অ্যাপের ভিতর থেকে কিভাবে ভিডিও কলে কথা বলা অবস্থায় স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে হয়। এটা করলে কেউই আর ভিডিও কলে কথা বলা অবস্থায় স্ক্রিনশট নিতে পারবে না।

এজন্য সর্বপ্রথম আমাদের ইমো অ্যাপ ওপেন করতে হবে, আগেই বলে নিচ্ছি যারা ইমো অ্যাপের ভিতর এই অপশনটি খুঁজে পাবেন না তারা গুগল প্লে স্টোর থেকে ইমো অ্যাপ আপডেট করে নেবেন! এরপর ইমো অ্যাপ ওপেন করবেন। ওপেন করে বাম পাশের প্লাস আইকনে ক্লিক করে ইমো অ্যাপের সেটিংস অপশনে যেতে হবে।

সেটিংস ওপেন হলে Security and privacy নামের অপশন একবার ক্লিক করতে হবে। এরপরে নতুন অপশন আসবে, এবার এখান থেকে Chat and call privacy নামের অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর নতুন একটি অপশন দেখতে পারবেন এবার এখান থেকে Block screenshot for calls নামের অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে Block screenshot for calls নামের অপশনটি অফ থাকলে অন করে দিতে হবে। অন করে দিলে আপনার ইমো অ্যাপের ভিতর থেকে চাইলেও কেউই স্ক্রিনশট নিতে পারবে না।

এভাবে করে ইমো আপের ভিতর থেকে স্কিনশট নেয়া বন্ধ করতে হয়। ইমো আপেরে গুরুত্বপূর্ণ সেটিংসটির নাম হল Block screenshot for calls. যারা ইমো অ্যাপ ব্যবহার করেন তারা প্রত্যেকে এই সেটিংসটি অন করে নিবেন। এতক্ষণ এই পোস্টের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন