Capcut অ্যাপ দিয়ে ভয়েস enhance কোরুন সহজেই

Voice Enhance with Capcut App

যেকোন ভিডিওর অডিও সাউন্ড যদি শুনতে ভালো না লাগে তাহলে কিন্তু আসলে ভিডিও দেখে মানুষ মজা পায় না। আপনার ভিডিওতে যদি সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না থাকে সেক্ষেত্রে আপনার অডিয়েন্স কখনোই আপনার ভিডিও দেখবে না। তাই ভিডিওর ক্ষেত্রে ভিডিও সাউন্ড কোয়ালিটি বা Video voice quality কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে কোন ভিডিও যেকোনো সোশ্যাল প্লাটফর্ম আপনি আপলোড করেন না কেন সেখানে সাউন্ড কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এই পোস্টে আমরা জেনে নেব কিভাবে যে-কোন একটি ভিডিওর সাউন্ড ঠিক কিভাবে Enhance. কোরতে হয়। আর কাজটি আমরা করতে পারব Capcut অ্যাপ দিয়ে। আপনার ফোনে যদি Capcut অ্যাপ থাকে তাহলে আপনি নিজেই খুব অল্প সময়ের ভিতরে ভিডিওর সাউন্ড Enhance করতে পারবেন। যদি আপনাদের ফোরে Capcut app না থাকে তাহলে সর্ব প্রথম গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিবেন।

Capcut app দিয়ে আপনার যেকোন ভিডিওর অডিও কে খুব সুন্দর ভাবে Enhance কোরতে পারবেন। এবার আমরা জেনে নেব কিভাবে Capcut অ্যাপ দিয়ে ভিডিওর অডিও কে বা Voice কে Enhance করতে হয়! এজন্য সর্বপ্রথম আপনি যে ভিডিও টির অডিও Enhance করবেন সেই ভিডিও টা Capcut app এর মধ্যে ইনপুট করবেন।

Capcut app এর মধ্যে ভিডিও ইনপুট করা হয়ে গেলে আপনার ভিডিও এডিট করার প্রয়োজনিও কাজটুকু আপনি করে নিবেন। চাইলে আপনি ভিডিও এডিট করার আগেও Audio enhance করে নিতে পারবেন আবার ভিডিও এডিট করা শেষেও Audio enhance করে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। তবে সব থেকে ভালো হয় ভিডিওটি ইনপুট করে Audio টি Enhance করে নেওয়া, ভয়েস Enhance করার জন্য Capcut অ্যাপের ভিতরে আপনার যে ভিডিওর লেয়ার থাকবে সেখানে ক্লিক করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করলে ক্যাপ কার্ড অ্যাপের বেশ কিছু এডিট টুলস পেয়ে যাবেন এবার এর মধ্যে থেকে যেখানে লেখা থাকবে Enhance voice সেখানে ক্লিক কোরতে হবে।

Enhance voice অপশনে ক্লিক করলে আপনার ভিডিওর ভয়েসটি Enhance হতে শুরু হবে, কিছুক্ষণ অপেক্ষা করলে এটি কমপ্লিট দেখাবে। এছাড়াও এখান থেকে Enhance voice অপশনের মধ্য থেকে Enhance লেবেলটি আপনি কম-বেশি করে নিতে পারেন এটা আপনার ভয়েস অনুযায়ী করতে হবে। সবশেষ Audio enhance কমপ্লিট হলে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারেন, তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওর অডিও কিংবা ভয়েস আগের থেকে শুনতে কতটা চমৎকার লাগতেছে। এভাবে করে Capcut app দিয়ে ভিডিওর audio enhance বা Voice enhance করতে হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন