সম্মানিত ইমো ইউজার গন আজ আমরা এই পোস্টের মাধ্যমে ইমু আপের তিনটি অসাধারণ আপডেট সম্পর্কে জানাবো। ইমোতে আপডেটগুলো একটু পুরনো যদিও তবুও অনেকে জানে না, তাই এই পোস্টের মাধ্যমে আপডেটগুলো জানিয়ে দিব। আমরা যখন ভিডিও কলে কথা বলি তখন কিন্তু আমাদের এই আপডেটগুলো অনেক কাজে লাগবে। বেশ কিছুদিন আগে ইমুতে তিনটি আপডেটের মাধ্যমে তিনটি অপশন চালু হয় এমো অ্যাপে। প্রথম অপশনটি হল ইমু আপের স্কিন লাইট। দ্বিতীয় অপশন টি হল ইমো অ্যাপের ভিতরে বিউটি অপশন। এবং তৃতীয় অপশন টি হল ইমো জিরো নয়েজ অপশন। এই তিনটি অপশন ইমো অ্যাপের ভিতরে আপডেটের মাধ্যমে যুক্ত করা হয় বেশ কিছুদিন আগে। এখন আমরা জেনে নিব এই তিনটি অপশন কিভাবে ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে। আরেকটি বিষয় মনে রাখবেন এই তিনটি অপশন আপনার ইমোতে যদি অ্যাড না হয়ে থাকে সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে আপনার ইমো অ্যাপ কে আপডেট করতে হবে, ইমো অ্যাপ গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিলেই আপনার এই তিনটি অপশন চলে আসবে। এখন আমরা জেনে নেব এই তিনটি অপশন কিভাবে কাজ করে আর এটা কিভাবে ব্যবহার করবেন! আর পুরো বিষয়টি জানার জন্য পোস্টের নিচের দিকের আর্টিকেল গুলো মনোযোগ দিয়ে পড়ে নিবেন।
ইমো অ্যাপের স্ক্রিন লাইট যেভাবে কাজ করে: আপনারা যখন ভিডিও কলে কথা বলবেন ইমো আপের ভিতরে, কথা বলার সময় হয়তো কোন অন্ধকার জায়গায় বসে আপনি কথা বলতে পারেন, যেখানে ভালো তেমন লাইট থাকে না তখন আপনি ইমোর ভিতর থেকে এই স্কিন লাইট অপশনটি ব্যবহার করতে পারেন সে ক্ষেত্রে আপনার স্কিনের চারদিকে হোয়াইট লাইট এর মত শো করবে। এতে করে ভিডিও কলে কথা বলার সময় অপর পাশ থেকে আপনার চেহারা স্পষ্ট দেখা যাবে।
ইমো অ্যাপের বিউটি অপশনটি যেভাবে কাজ করে: আপনারা যখন ইমোতে ভিডিও কলে কথা বলি তখন তো আমাদের চেহারা ন্যাচারাল থাকে। দেখা যায় যে তখন আমাদের সাজগোজ করা থাকে না চেহারা ন্যাচারাল দেখা যায়, তবে এই অবস্থায় ইমো আপের বিউটি অপশনটি যদি আপনি অন করে দেন তাহলে ভিডিও কলে আপনাকে অপর পাশ থেকে একটু সুন্দর দেখা যাবে। ইমো অটোমেটিক বিউটি অপশনটি আপনার ফেস কে স্মুথ করে সুন্দর দেখিয়ে দিবে।
ইমো জিরো নয় অপশন যেভাবে কাজ করে: ইমোতে যখন আমরা ভিডিও অথবা অডিও কলে কথা বলি তখন আশেপাশের অনেক সাউন্ড অথবা নয়েঝ শোনা যায়, যে কারণে অপর পাশ থেকে যে কথা শোনে আমাদের সে কিছুটা বিরক্তবোধ মনে করে! অথবা কথাগুলো স্পষ্ট শুনতে পায়না, তবে আপনি যদি কথা বলার সময় ইমো অ্যাপ এর জিরো নয়েজ অপশনটি অন করে দেন তাহলে আপনি ইমো অ্যাপের ভিতরে ফোনে কথা বলার সময় আপনার আশেপাশের নয়েজ গুলো ভয়েজ এর ভিতরে আসবে না। অপর পাশ থেকে যে কথা শুনবে সে আপনার ভয়েস টি নয় ছাড়াই শুনতে পারবে বা স্পষ্ট শুনতে পারবে।
সম্মানিত ইমো ইউজার কারি বন্ধুগণ ইমোতে এই অপশন গুলো এভাবে করে কাজ করে, আশা করি এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর সব সময় মনে রাখবেন ইমো অ্যাপ এর ভিতর যদি কোন আপডেট আপনার ইমুতে যুক্ত না হয় তাহলে গুগল প্লে স্টোর থেকে ইমো অ্যাপ আপডেট করে নিলেই আপডেটগুলো ইমোর ভিতরে যুক্ত হয়ে যায়। তাই যখনই গুগল প্লে স্টোর থেকে ইমো আপডেট চাবে তখনই আপডেট করে নেবেন।
একটি মন্তব্য পোস্ট করুন