টিকটকে অফলাইন ভিডিওস অপশন যেভাবে ব্যবহার করবেন

Tik Tok offline videos

আসসালামু আলাইকুম আশাকরি সকলেই ভাল আছেন। এই পোস্ট এর মাধ্যমে আমরা টিকটকের অফলাইন ভিডিও সম্পর্কে জানব। টিকটক অফলাইন ভিডিওস অপশনটা কিভাবে কাজ করে, এবং এর সুবিধা কি সে সকল বিষয় জানতে পারবেন এই পোস্টে। টিকটকের অফলাইন ভিডিওস অপশনটি ব্যবহার করে ইন্টারনেট ছাড়া আপনি টিক টক এ ভিডিও দেখতে পারবেন, এমন কোন জায়গায় আপনি যখন চলে যাবেন যেখানে কোন ইন্টারনেট কানেকশন থাকছে না সেখানে বসে আপনি Tiktok এর অফ লাইনে ভিডিও দেখে সময় কাটাতে পারবেন। এ কারণেই Tiktok কে অফলাইন ভিডিওস এর অপশনটি অ্যাড করেছে টিক টক। টিক টক অফলাইন ভিডিওর নিয়মটি হচ্ছে ইন্টারনেট থাকা অবস্থায় আপনি টিকটক অ্যাপের ভিতর ৫০ থেকে ২০০ টি ভিডিও পর্যন্ত ডাউনলোড করে রাখতে পারবেন।

ইন্টারনেট থাকা অবস্থায় যেসব ভিডিও আপনি টিক টক অ্যাপের ভিতর অফলাইনে ডাউনলোড করে রাখবেন সেগুলো আপনি ইন্টারনেট না থাকলেও টিকটক থেকে দেখতে পারবেন। এবার এখান থেকে আপনি সর্বনিম্ন পঞ্চাশটি ভিডিও অফলাইনে সেভ করে রাখতে পারবেন। এবং সর্বোচ্চ আপনি টিকটক অফলাইন ভিডিওস অপশনের মধ্যে ২০০ টি ভিডিও আপনি সেভ করে রাখতে পারবেন।

প্রিয় ভিজিটের গান Tiktok অফলাইন ভিডিওস এর মধ্যে ভিডিও সেভ করে রাখতে আপনার তেমন কোন ঝামেলা হবে না, এখান থেকে আপনি খুব দ্রুত এই ভিডিওগুলো কে সেভ করে রাখতে পারবেন অফলাইন ভিডিও অপশন এর মধ্যে। আর যখন আপনি অফলাইন ভিডিওস এর মধ্যে ভিডিও সেভ করে রাখবেন অথবা ডাউনলোড করে রাখবেন তখন এখান থেকে খুব বেশি ইন্টারনেট আপনার খরচা হবে না, যখন আমরা Tiktok এ ভিডিও দেখি তখন প্রচুর ইন্টারনেট খরচা হয় আমাদের! তবে অফলাইন ভিডিওস অপশনের মধ্যে সেভ করে রাখলে ভিডিও তেমন বেশি ইন্টারনেট খরচ হয় না।

টিকটক অফলাইন ভিডিওস এর ভিতরে যতগুলো ভিডিও আপনি সেভ করে রাখবেন, সেই সকল ভিডিও গুলো ফুল এইচডিতে আপনারা দেখতে পারবেন। যেমন ঠিক আমরা Tiktok এ ইন্টারনেট কানেকশন ব্যবহার করে ভিডিও দেখে থাকি।

প্রিয় ভিজিটরগণ যেভাবে আপনারা টিকটকের অফলাইন ভিডিওস অপশনটি ব্যবহার করবেন চলুন সেটা আমরা জেনে নেই। এজন্য সর্বপ্রথম টিকটকের সেটিংস অপশনে যেতে হবে।

টিকটকের সেটিং অপশনে আসলে এখান থেকে Tiktok এর সকল সেটিংস দেখতে পারবেন, তবে এর মধ্য থেকে অফলাইন ভিডিওস নামের যে অপশনটি থাকবে সেখানে ক্লিক করতে হবে।

ওপেন ভিডিও সব সময় মধ্যে ক্লিক করলে আপনি কয়টি ভিডিও অফলাইনে সেভ করে রাখতে চান সেটা সিলেট করবেন, যদি আপনি ১০০ টি ভিডিও সেভ করে রাখতে চান হান্ডেট অপশনে টিক করে নিচের ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেলে যখন আপনার ইন্টারনেট থাকবে না তখন আপনি এই ভিডিও দেখে সময় কাটাতে পারবেন। প্রিয় ভিজিটর গণ আশা করি বিষয়টি কে আপনারা বুঝতে পারছেন যেভাবে টিকটকের অফলাইন ভিডিওস অপশনটি ব্যবহার করতে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন