imo online status and last seen on off settings

imo online status and last seen on off settings

মোবাইল ফোনের ডাটা অথবা ওয়াইফাই কানেকশন যদি কানেক্ট থাকে তাহলে কিন্তু ইমোতে একটিভ দেখা যায়। আর এভাবে করে ইমো অ্যাপ এর ভিতরে সারাদিন একটিভ দেখতে পায় অন্য কেউ আমাদের, তো ইমো অ্যাপ এর ভিতরে সারাদিন একটিভ দেখালে মানুষ কল দিয়ে অথবা এসএমএস দিয়ে বারবার বিরক্ত করে থাকে। অথবা ইমো অ্যাপের ভিতরে যদি সারাদিন একটিভ দেখা যায় তাহলে মানুষ মনে করে শুধুমাত্র কাজবাজ রেখেই আমরা ইমো ব্যবহার করছি, টাটা অন রাখলেই অথবা ফোনের ওয়াইফাই কানেকশন অন রাখলে ইমোতে কিন্তু একটিভ দেখা যায়। তো এই বিষয়টা নিয়ে আমাদের একটু প্রবলেম ফেস করতে হয়। তবে আপনি জেনে রাখুন যদি আপনি চান ইমু থেকে আপনাকে কেউ একটিভ দেখবে না সে অপশনটি কিন্তু ইমোতে রয়েছে। আপনার ইচ্ছে মতো করে আপনি সারাদিন একটি ইমোতে দেখাতে পারেন! আবার ইচ্ছে হলে ইমো থেকে আপনি অনলাইন স্ট্যাটাস টি বন্ধ করেও রাখতে পারবেন।

ইমো অ্যাপের Online status and last seen আপনার ইমুর সেটিংস থেকে আপনি বন্ধ করেও রাখতে পারবেন, আবার চালু করেও রাখতে পারবেন। যদি আপনি মনে করেন আপনাকে ইমুতে একটিভ দেখালে আপনার সমস্যা হয় সে ক্ষেত্রে আপনি এই অপশন অফ করে রাখবেন। কিভাবে আপনারা ইমো অ্যাপের সেটিংস থেকে Online status and last seen অন করবেন সেটা জেনে নেব এই পোস্টে। সম্পূর্ণ পোস্ট মনোযোগ দিয়ে পড়ে নিন তাহলে আপনি নিজেই এই সেটিংস অফ ও অন করতে পারবেন।

ইমো অ্যাপের Online status and last seen বন্ধ করার জন্য আপনাকে প্রথমে ইমো অ্যাপ ওপেন করতে হবে। ইমো অ্যাপ ওপেন করে ইমোর সেটিংস অপশনে আমাদের যেতে হবে, ইমো ওপেন সেটিংসে আসার পর এখানে সেটিংস এর মধ্যে লেখা দেখতে পারবেন Security and privacy. এবার এখানে ক্লিক করে দিবেন। এরপর নতুন একটি সেটিংস ওপেন হবে এর মধ্য থেকে যেখানে লেখা থাকবে Online status and last seen সেখানে ক্লিক করবেন, ক্লিক করলে নতুন একটি পেজ দেখতে পারবেন। এবার এখান থেকে তিনটি অপশন দেখতে পারবেন প্রথমটি হল: Everyone দ্বিতীয় অপশন টি হল: Custom এবং তৃতীয় অপশন টি হল: Nobody. এবার এখান থেকে আপনি যদি প্রথম অপশনটি সিলেক্ট করেন তাহলে ইমোতে আপনাকে সবাই একটিভ দেখতে পাবে! এবং এখান থেকে যদি আপনি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করেন তাহলে যাদেরকে আপনি পারমিশন দিবেন কাস্টম ভাবে সে বা তারাই আপনাকে দেখতে পারবে অ্যাকটিভ। তৃতীয় অপশনটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে কেউই আপনাকে ইমো থেকে একটিভ দেখবে না, মানে অন্য id থেকে আপনার ইমু আইডি অনলাইন দেখাবে না।

এবার আপনার ইচ্ছামত আপনার যদি প্রয়োজন হয় আপনি ইমো থেকে অনলাইনে স্ট্যাটাসটি অফ করে রাখবেন সেজন্য এই পেজের একদম শেষের অপশন Nobody অপশনটি সিলেক্ট করে রাখবেন। এই অপশনটি সিলেক্ট করে রাখলে ইমু থেকে কেউই আপনাকে অনলাইন দেখবে না। আর যদি আপনি প্রথম অপশন এভরিওয়ান টিক করে রাখেন তাহলে ইমুতে সবাই আপনাকে অনলাইন দেখতে পারবে। ঠিক এভাবে করে ইম আপের ভিতরে Online status and last seen চালু বা বন্ধ করে রাখতে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন