আসসালামু আলাইকুম আশাকরি সকলেই ভাল আছেন। এই পোস্ট এর মাধ্যমে আমরা জানব টিকটকে কিভাবে হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করতে হয়। সম্মানিত ভিজিটর গণ আপনারা যদি টিকটক অ্যাপের ভিতরে হাই কোয়ালিটি ভিডিও আপলোড করে থাকেন সে ক্ষেত্রে আপনাদের কি কি সুবিধা থাকবে সে বিষয়ে জানব। দেখুন Tiktok এ যদি আপনি নরমাল ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওর ভিউস কিনবা লাইক কমেন্ট কখনোই বাড়বে না। কারন একটা ভিডিও যখন মানুষের কাছে পৌঁছায় সেই ভিডিওটি যখন সে উপভোগ করে তখন যদি তার কাছে ভিডিওটি ভালো না লাগে সে কিন্তু লাইক কমেন্ট করবে না! এছাড়াও সেই ভিডিওটা থেকে এড়িয়ে যাবে এ কারণে আপনার ভিডিওর ইম্প্রেশন নষ্ট হবে। তাই ভিডিও আপলোড করার সময় খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। যখনই আপনার হাই কোয়ালিটি ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিও দেখতে খুবই ক্লিয়ার দেখা যাবে।
হাই কোয়ালিটি এবং ক্লিয়ার ভিডিও দেখলে এমনিতেই মানুষ পছন্দ করে থাকবে, এবং বেশি করে আপনার ভিডিও দেখবে। যখন আপনার ভিডিও হাই কোয়ালিটি তে আপলোড করবেন মানুষ পছন্দ করে যখন আপনার ভিডিও লং টাইম দেখবে, তখন আপনার ভিডিওর পরবর্তী ইম্প্রেশন আরো বেড়ে থাকবে।
হাই কোয়ালিটিতে Tiktok এ ভিডিও আপলোড দেয়ার আগে যে সকল বিষয়ে মাথায় মাথায় রাখবেন, এগুলো হলো: অবশ্যই আপনার ভিডিও স্পষ্ট এবং ক্লিয়ার হতে হবে। আপনি যখন ভিডিও এডিট করবেন সেখানে খুব সুন্দর কালার যেনো থাকে। এছাড়াও ভিডিও এডিট করা শেষে যখন আপনি এক্সপোর্ট করবেন তখন Full hd অথবা 4k তে এক্সপোর্ট করতে হবে।
ভিডিও এক্সপোর্ট করা হয়ে গেল এবার আপনি Tiktok অ্যাপ ওপেন করবেন, টিক টক অ্যাপ ওপেন করে প্রথমে ভিডিওটি আপলোড করবেন। আপলোড অপশনে ক্লিক করে আপলোড করার সময় ভিডিও পাবলিস্ট করার আগে নেক্সট নামে একটি অপশন শো করবে, প্রথমে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন।
নেক্সট অপশনে ক্লিক করার পারে More option নামের একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন এর মধ্যে থেকে যেখানে লেখা থাকবে Allow high quality uploads সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এ বাটন যদি অফ থাকে সেটাকে অন করে দিতে হবে। অন করে দিয়ে তারপর আপনাকে ভিডিওর আপলোড করার সময় যে বাকি কাজগুলো থাকে সেগুলো আপনার প্রয়োজন মত করে করে ভিডিও টাকে পাবলিস্ট করে দিবেন।
সম্মানিত ভিজিটরগণ শুধুমাত্র এই সেটিংস-টি চালু করলে টিকটকে High quality video uploads করতে পারবেন। এছাড়াও একটি বিষয় মনে রাখবেন ভিডিও এডিট করার শেষে এক্সপোর্ট করার সময় আপনি ফোর কে তে এক্সপোর্ট করবেন। এই নিয়ম গুলো যদি আপনি মেনে ভিডিও আপলোড করেন তাহলে আপনার টিকটকের ভিডিও হাই কোয়ালিটিতে আপলোড হবে।
একটি মন্তব্য পোস্ট করুন