অনেকেই আছেন ইমো ব্যবহার করেন কিন্তু ইমো অ্যাপের দারুন একটি অপশন সম্পর্কে জানেন না। আমরা যেমন মোবাইল ফোনের সিম কার্ডে Caller Tune সেট করি ঠিক তেমনিভাবে ইমো অ্যাপ এর ভিতরে Caller Tune সেট করা যায়। আর এ বিষয়টি কিন্তু অনেকেই জানে না যে ইমো অ্যাপের ভিতরে Caller Tune সেট করা যায়! ইমোতে Caller Tune সেট করলে কি সুবিধা, ইমোতে Caller টোনটি কিভাবে কাজ করে এ সকল বিষয়ে জানতে পারবেন এই পোস্টে। এছাড়া এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে imo অ্যাপের ভিতর Caller Tune সেট করতে হয়। imo তে কলার টোন সেট করলে যে সুবিধা আপনি পাবেন: আপনার ইমো আইডিতে যদি কেউ কল দেয় অপর পাশ থেকে শেআর কোন সময় ঋণ শুনতে পাবে না, যখন আপনি কলার টোন সেট করবেন imo অ্যাপে, কল দে সাথে সাথে আপনি যখন যে গানটি সেট করবেন অপর পাশ থেকে যে কল দিবে সে গান শুনতে পারবে, ইমো অ্যাপ এর ভিতরে Caller Tune হিসেবে যে গানটি আপনি সেট করবেন সেটাই শুনতে পাবে।
imo অ্যাপের ভিতর Caller Tune টি যেভাবে কাজ করে: নরমালের যে কোন imo অ্যাপের ভিতরে কল দিলে সেখানে আসলে কলার টোন শোনা যায় না। কারণ যখনই সেটিংস থেকে যে কোন আইডিতে Caller Tune সেট করা হয় তখন কল দিলে শোনা যায়। ইমোর সেটিংস থেকে যখনই আপনি Caller Tune সেট করবেন তখন থেকে আপনার ইমোতে কলার টোন চালু হবে। আবার যদি আপনার ইমোর Caller Tune ভালো না লাগে সেক্ষেত্রে আপনি বন্ধ করে দিতে পারবেন, আর এভাবে করে কাজ করে ইমোর কলার টোন অপশনটি।
যেভাবে ইমো অ্যাপ এর ভিতর Caller Tune সেট করবেন: ইমো অ্যাপের মধ্যে Caller Tune সেট করার জন্য সর্বপ্রথম ইমো সেটিংস অপশনে চলে যেতে হবে। imo অ্যাপ এর সেটিংস অপশন এর ভিতর আসলে এখানে বেশ কিছু সেটিংস দেখতে পারবেন এর মধ্য থেকে যেখানে লেখা থাকবে Functions সেখানে ক্লিক করবেন। ক্লিক কোরলে এখানে আরো কয়েকটি অপশন শো করবে, এবার এখান থেকে calls নামের যে অপশনটি থাকবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু আপনি বাংলা সহ দেশী বিদেশী নানান ধরনের গান পেয়ে যাবেন যেগুলো Caller Tune হিসেবে সেট করা যাবে। এবার এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি টোনের উপর ক্লিক করে টিক দিয়ে দিলেই আপনার ইমোতে Caller Tune সেট করা হয়ে যাবে। এরপর থেকে আপনার ইমোতে যে কল দিবে সে Caller Tune শুনতে পাবে।
একটি মন্তব্য পোস্ট করুন