ইমো অ্যাপে iBubble অপশন চালু করার নিয়ম

How to Enable iBubble on Imo

আজ আমরা imo অ্যাপের দারুন একটি অপশন সম্পর্কে আপনাদেরকে জানাবো, ইমো অ্যাপের এই অপশন ব্যবহার করে আপনি ইমোর পাশাপাশি অন্যান্য কাজগুলো মোবাইল ফোনে করতে পারবেন। ধরুন আপনি ইমোতে কারো সাথে চ্যাটিং করতেছেন পাশাপাশি আপনি মোবাইল ফোনে অন্য কাজগুলো আপনি করতে পারবেন। নরমালি কিন্তু ইমো ব্যবহার করার সময় ফোনে অন্য কাজগুলো করা যায় না। যদিও করতে হয় তাহলে বারবার ইমো থেকে বের হতে হয়, তবে ইমুর এমন একটি অপশন আছে এই অপশনটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে ইমোতে চ্যাটিং করার সময় বা কথা বলার সময় ইমো অ্যাপ মিনিমাইজ করে আপনাকে বারবার বের হতে হবে না। ইমো অ্যাপের এই অপশনটির নাম হল iBubble. ইমো অ্যাপের সেটিংস থেকে যদি আপনি এই অপশনটি অন করেন তাহলে আপনার ইমু অ্যাপটি ঠিক মেসেঞ্জারে মত করে ব্যবহার করতে পারবেন। আপনারা যারা এখন পর্যন্ত ইমো আপের iBubble অপশনটি ব্যবহার করেন নি, বা এ সম্পর্কে আপনারা জানেন না তার এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে নিন।

কিভাবে আপনার ইমু অ্যাপের iBubble অপশন টি ইমোতে অন করবেন চলুন সেটা আমরা এখনই জেনে নেই। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে আপনার ইমো অ্যাপ টাকে আপডেট করতে হবে। যদি আপনি আপডেট না করেন তাহলে ইমো অ্যাপের এই অপশনটি আপনি খুজে নাও পেতে পারেন, তাই সর্বপ্রথম ইমো গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিবেন।

ইমো গুগল প্লে স্টোর থেকে আপডেট করা হয়ে গেলে আপনি ইমু অ্যাপ এর সেটিং যে অপশনে চলে আসবেন। ইমো অ্যাপের সেটিংসে আসলে এখানে বেশ কিছু সেটিংস দেখতে পারবেন ইমোর। তবে এর মধ্য থেকে যেখানে লেখা থাকবে iBubble সেখানে ক্লিক করতে হবে। iBubble অপশনের মধ্যে ক্লিক করলে আপনার এখানে স্ক্রিনশটে দেখতেই পারবেন iBubble অপশনটি কিভাবে কাজ করে। যাইহোক এই অপশনটা-কে অন করার জন্য নিচে একটি বাটন দেখতে পারবেন, বাটন টি অফ থাকলে বাটনটি কে অন করে দিবেন তাহলেই আপনার কাজ শেষ। এখন থেকে আপনি ইমো অ্যাপের iBubble আপনি টি ব্যবহার করতে পারবেন। এছাড়া পরবর্তীতে যদি আপনি চান imo অ্যাপ এর iBubble আপনি ব্যবহার করবেন না, তাহলে পুনরায় ইমো অ্যাপে এর সেটিংসে গিয়ে অপশনটি কে অফ করে দিলেই কাজ শেষ তাহলে এটা অফ হয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন