কিভাবে আপনার ইমু অ্যাপের iBubble অপশন টি ইমোতে অন করবেন চলুন সেটা আমরা এখনই জেনে নেই। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে আপনার ইমো অ্যাপ টাকে আপডেট করতে হবে। যদি আপনি আপডেট না করেন তাহলে ইমো অ্যাপের এই অপশনটি আপনি খুজে নাও পেতে পারেন, তাই সর্বপ্রথম ইমো গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিবেন।
ইমো গুগল প্লে স্টোর থেকে আপডেট করা হয়ে গেলে আপনি ইমু অ্যাপ এর সেটিং যে অপশনে চলে আসবেন। ইমো অ্যাপের সেটিংসে আসলে এখানে বেশ কিছু সেটিংস দেখতে পারবেন ইমোর। তবে এর মধ্য থেকে যেখানে লেখা থাকবে iBubble সেখানে ক্লিক করতে হবে। iBubble অপশনের মধ্যে ক্লিক করলে আপনার এখানে স্ক্রিনশটে দেখতেই পারবেন iBubble অপশনটি কিভাবে কাজ করে। যাইহোক এই অপশনটা-কে অন করার জন্য নিচে একটি বাটন দেখতে পারবেন, বাটন টি অফ থাকলে বাটনটি কে অন করে দিবেন তাহলেই আপনার কাজ শেষ। এখন থেকে আপনি ইমো অ্যাপের iBubble আপনি টি ব্যবহার করতে পারবেন। এছাড়া পরবর্তীতে যদি আপনি চান imo অ্যাপ এর iBubble আপনি ব্যবহার করবেন না, তাহলে পুনরায় ইমো অ্যাপে এর সেটিংসে গিয়ে অপশনটি কে অফ করে দিলেই কাজ শেষ তাহলে এটা অফ হয়ে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন