ঝাপসা ছবি ক্লিয়ার করবেন যেভাবে

increase photo resolution

আসসালামু আলাইকুম, সম্মানিত পাঠকগণ আশা করি সকলেই ভাল আছেন। আজকের পোস্টের মাধ্যমে আমরা জানবো কিভাবে একটি পুরনো ছবিকে নতুন ভাবে আপডেট করে ঝকঝকা করতে হয়, বা এইচডিতে রূপান্তরিত করতে হয়। যদি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলি! আমাদের পুরনো ছবিগুলো যে রয়েছে বা পুরনো দিনগুলোর যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোর মান একটু খারাপ থাকে। পুরনো দিনের সময়গুলোতে ফোনের ক্যামেরা অত বেশি হাই রেজুলেশন না হওয়াতে, আমরা পুরনো দিনগুলোতে যে ছবিগুলো তুলতাম সেগুলো বর্তমান ফোনগুলোতে দেখতে একটু ঝাপসা লাগে অথবা ঘোলাটে লাগে। বর্তমানে ফোনগুলোতে যেভাবে ছবি ক্লিয়ার ওঠে বা যেভাবে এইচডিতে ছবি তোলা যায় পুরনো ফোন গুলোতে এভাবে করে এত ক্লিয়ার ছবি উঠত না।

আমাদের প্রত্যেকেরই কিন্তু ছোটবেলার ছবি অথবা পুরনো যে ছবিগুলো থাকে বা ছবির অ্যালবামগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সখের হয়ে থাকে। আমরা চাইলেও কিন্তু সেই ছবির মানগুলোকে হাই করতে পারতাম না, মানে এইচডি তে রুপান্তরিত করতে পারতাম না। তবে আজকের পোস্টে এরকম একটি সমাধান আপনারা পেয়ে যাবেন আপনার পুরনো ছবিকে এখন থেকে HD তে রুপান্তরিত করতে পারবেন। আপনার ফোনে যদি ঘোলাটে কোন ছবি থাকে সেই ছবিটা কে আপডেট করে এইচডিতে কনভার্ট করতে পারবেন।

সম্মানিত পাঠকগণ আপনার একটি পুরনো ছবিকে আপনি সম্পূর্ণ এইচডি তে কনভার্ট করতে পারবেন একটি Ai টুল এর মাধ্যমে। আপনার ফোনে যদি এমন কোন ছবি অথবা ফটো থেকে থাকে যে ফটো বা যে ছবিকে দেখতে ঘোলাটে লাগে সেই ছবিকে জাস্ট এক ক্লিক এর মাধ্যমে আপনি hd তে রুপান্তরিত করতে পারবেন। আপনাদের চিন্তার কোন কারণ নাই আপনার শখের ছবি টিকে এখন থেকে আপনারা আপডেট করে রাখতে পারবেন। আজকে যে Ai টুলস টির মাধ্যমে আমরা ছবির রেজুলেশন বৃদ্ধি করব সেই Ai টুলটির নাম Avaide. এই টুলটি দিয়ে পুরোনো নরমাল ছবিকে 8k তে কনভার্ট করা জায়। Avaide. টুলটি দিয়ে যখনই আপনারা যে কোন ছবিকে কনভার্ট করবেন সেই ছবি জতই পুরোনো হকনা কেনো, অথবা জতই দেখতে ঝাপসা হোকনা কেনো তাতে কোনো সমস্যা নাই। Avaide. টুলটির মাধ্যমে কনভার্ট করার পর ছবিটা কে দেখতে মনে হবে অনেক দামি ক্যামেরা থেকে তোলা ছবি।

সম্মানিত পাঠকগণ Avaide. Ai টুলস টি দিয়ে আপনারা ১০ টি ছবি এইচডি তে কনভার্ট করতে পারবেন। ১০ টি ছবির বেশী জদি কোরতে চান তাহলে আপনাদেরকে এই টুলসটির কিনে ব্যবহার করতে হবে। আমরা একটা একাউন্ট দিয়ে বা একটা ফোন দিয়ে ১০ টি ছবি Avaide Ai টুলসের মাধ্যমে এডিট কোরতে পারব। কিভাবে Avaide. Ai টুলস টির মাধ্যমে আপনারা ছবি এডিট কোরবেন সেটা জানার জন্য আমাদের এই পোস্ট মনযোগ দিয়ে পোড়ে নিবেন, তাহলে আজকের এই বিষয় সিকতে পারবেন।

পুরোন ছবিটাকে 8k বা HD তে কনভার্ট করার জন্য সর্বপ্রথম আমাদের পোস্টের ভিতরে থেকে New Window বাটনে ক্লিক কোরতে হবে। New Window বাটন-টি নিচে দেওয়া আছে সেখানে ক্লিক কোরবেন।

New Window Now

New Window

New Window বাটনটি তে ক্লিক কোরলে ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন। এই পেজে আসলে উপরে Log in বাটন পেয়ে যাবেন। Log in বাটনে ক্লিক কোরে এখান থেকে আপনার একটা Gmail একাউন্ট দিয়ে এই পেজে Sign up কোরে নিতে হবে। তাই এখান থেকে আপনার Gmail একাউন্ট দিয়ে একটা একাউন্ট কোরে নিবেন।

Sign up. করা হয়ে গেলে এবার আপনারা আপনাদের পুরোনো ছবিকে 8k তে কনভার্ট কোরতে পারবেন। ছবি কনভার্ট করার জন্য এখানে একটা বাটন দেখতে পারবেন। এই বাটনে লেখা থাকবে Choose a photo. এবার এখানে ক্লিক কোরে আপনার একটা ছবি আপলোড কোরবেন।

ছবি আপলোড করার পরে Upgrade. লেখা থাকবে এবং তার পাশে একটা ম্যান আইকন দেখা যাবে, এবার এই ম্যান আইকনে একবার ক্লিক করে দিবেন।

ম্যান আইকনে ক্লিক কোরলে View details. দেখা জাবে এবারে ভিউ ডিটেলস লেখার ক্লিক কোরবেন।

এরপরে এখান থেকে নতুন একটা পেজ শো কোরবে। নতুন এই পেজের একটু নিচের দিকে লেখা থাকবে Use this product. এবারে এই লেখায় ক্লিক কোরবেন।

এরপরে আবারও নতুন পেইজে Choice a photo. বাটন পেয়ে যাবেন, এবার এখান থেকে আবারও আপনার একটা ছবি আপলোড কোরবেন।

ছবি আপলোড করা হয়ে গেলে এবার এখান থেকে পুরনো ছবিটাকে কনভার্ট করে, নতুন ভাবে এ-আই টুলস এর মাধ্যমে ছবিকে এইচডিতে রূপান্তর করে দিবে। HD তে রূপান্তর করা হয়ে গেলে এখানে Save বাটন পেয়ে যাবেন এবার এখান থেকে ছবিটা কে আপনার ফোনে সেভ করে নিবেন।

সম্মানিত পাঠকগণ এভাবে করে আপনার পুরোনো ছবিকে এইচডিতে কনভার্ট করতে পারেন। যতই পুরনো ঝাপসা ছবি হোক না কেন সেটাকে এই Ai টুলস এর মাধ্যমে HD তে রূপান্তরিত করতে পারবেন। এই বিষয়ে এ পর্যন্তই আমাদের আজকের পোস্ট, আশা করছি আপনাদের কাছে পোস্টটি ভালো লেগেছে। এতক্ষণ আমাদের পোষ্টের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। Increase photo Resolution By Netb24.

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন