আইপিএল ২০২৪ Indian Premier League 2024

Indian Premier League 2024

আসসালামু আলাইকুম, আশা করছি এই পোস্টটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভালো আছেন। সম্মানিত ভিজিটর গন এই পোষ্টে থাকছে ক্রিকেটপ্রেমী বন্ধুদের জন্য ২০২৪ সালের আইপিএল খুঁটিনাটি আপডেট। তাই ২০২৪ সালের আইপিএল আপডেট জানতে আমাদের এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে নেবেন। সম্মানিত ভিজিটর গন ২০২৪ সালের আইপিএল এ কি কি আপডেট আসছে, কি কি রুলস আছে ২০২৪ সালে ipl এ, আইপিএল কবে অনুষ্ঠিত হচ্ছে। আইপিএল ভেনু সংক্রান্ত আপডেট। এবং ক্রিকেটপ্রেমী বন্ধুরা আইপিএল কিভাবে আপনারা কোথা থেকে কখন দেখে থাকবেন, এবং আইপিএল কিভাবে উপভোগ কোরবেন সে সকল আপডেট।

  • Ipl 2024 এর কি আপডেট আসছে চোলুন জেনে নেই। সম্মানিত ভিসিটরগণ ২০২৪ সালের আইপিএল এ নতুন একটি আপডেট আসছে, মানে নতুন একটি রুলস চালু হয়েছে সেটা হলো একজন বলার প্রতিটি ওভারে দুটো করে বাউন্সার দিতে পারবেন। ২০২৪ সালের আগের বিপিএলে এই নিয়মটা ছিল না, কিন্তু নতুন বছরের আইপিএলের নতুন আপডেট এনেছে Ipl কর্তৃপক্ষ।

  • চলুন এবার জানি আইপিএলের সময় সূচি। ২০২৪ সালের আইপিএল ম্যাচ শুরু হবে ২২ মার্চ থেকে, এই সময়ের প্রতিদিন কার দুপুরের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সাড়ে তিনটার দিকে। এবং সন্ধ্যার ম্যাচগুলো শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটের দিকে। যারা বাংলাদেশ থেকে খেলা উপভোগ করবেন তারা দুপুরের ম্যাচ চারটায় দেখতে পারবেন, আর সন্ধ্যার ম্যাচ বাংলাদেশ টাইম রাত ৮ টায় দেখতে পারবেন।

  • এবারের ২০২৪ সালের আইপিএল কোন চ্যানেলে সম্প্রচার করছেন চলুন তা জেনে নেই। এবারের আইপিএল সরাসরি সম্প্রচার করবেন ভারতীয় চ্যানেল Star Sports. বা Star Sports চ্যানেলের আওতায় যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো। সরাসরি যারা টিভিতে খেলা দেখতে চান তারা স্টার্স স্পোর্টস চ্যানেলের মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন। বিপিএল ২০২৪ আসরের সরাসরি সম্প্রচারের Digital rights রয়েছে Star sports এর কাছে, তাই এই চ্যানেলের মাধ্যমে ক্রিকেটপ্রেমী বন্ধুরা খেলা উপভোগ করতে পারবেন।

  • বাংলাদেশি ক্রিকেট প্রেমী বন্ধুরা আপনারা যেভাবে আইপিএল ২০২৪ উপভোগ করে থাকবেন। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএল উপভোগ করতে গেলে গুগল প্লে স্টোর থেকে Toffee App ফোনে ইনস্টল করে নিবেন, এই অ্যাপ থেকে আইপিএল উপভোগ করতে পারবেন। চাইলে আপনারা Toffee App এখান থেকে আমাদের পোস্টের মাধ্যমে ও ইনস্টল করতে পারেন, অ্যাপটির লিংক উপরে দেয়া হল ইনস্টল বাটনে ক্লিক কোরলে ফোনে Toffee App ইনস্টল হবে। Toffe App থেকে সাবস্ক্রিপশন নিয়ে বাংলাদেশ থেকে আপনারা আইপিএল উপভোগ করতে পারবেন।
  • এবং এবারের আইপিএল ২০২৪ এর মোবাইল অ্যাপ Jiocinema কাছেও রয়েছে এপিএলের Digital rights. ভারতীয় নাগরিকরা আপনারা এই অ্যাপের মাধ্যমে মোবাইলে খেলা উপভোগ করতে পারবেন। Jiocinema App এর থেকে আইপিএল উপভোগ করার জন্য ভারতীয় ২৫ রুপি পেমেন্ট করা লাগতে পারে Jiocinema App এর কাছে। যারা মোবাইল অ্যাপ Jiocinema App এর মাধ্যমে খেলা উপভোগ করতে চান তারা গুগল প্লে স্টোর থেকে Jiocinema App ফোনে ইন্সটল করে নিবেন।

চলুন জেনে নেই ২৪ সালের আইপিএলে কয়টি দল ও কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সম্মানিত ক্রিকেট প্রেমী বন্ধুরা এবারের আইপিএলে মোট ১০ টি দল রয়েছে। এবারের আইপিএলে মোট ১০ দলকে ২ গ্রুপে ভাগ করা হয়েছে। A গ্রুপে ৫ টি দল, ও B গ্রুপে ৫ টি দল। এই দুটি গ্রুপ মিলিয়ে এবারের আইপিএলে মোট ৭৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

চলুন এবার জেনে নেই আইপিএলের ভেনু সম্পর্কে। সম্মানিত ক্রিকেট প্রেমী বন্ধুরা এবারের আইপিএলে মোট ১২ টা ভেনুতে খেলা অনুষ্ঠিত হবে, মোট বারোটা স্টেডিয়ামে ৭৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ৭০ টা থাকছে গ্রুপ লিডার ম্যাচ, কোয়ালিফায়ার দুটো ম্যাচ, এলিমিটার একটা ম্যাচ, এবং ফাইনাল ম্যাচ। শুরু থেকে ফাইনাল এই ম্যাচগুলো ভারতের ১২ টি স্টুডিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মানিত ক্রিকেট প্রেমীবন্ধুরা আইপিএল ২০২৪ নিয়ে এই ছিল আমাদের আজকের পোস্ট, আশা করছি আপনাদের কাছে আমাদের আজকের পোস্টটি ভালো লেগেছে ভালো লাগলে অসংখ্য ধন্যবাদ। IPL 2024 By Netb24.

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন