হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলবেন যেভাবে

create a WhatsApp Channel


আসসালামু আলাইকুম, সম্মানিত পাঠকগণ আশা করছি আজকের এই পোস্ট যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। সম্মানিত পাঠকগণ আজকের পোস্টের বিষয় হচ্ছে WhatsApp অ্যাপে কিভাবে একটি চ্যানেল খুলতে হয়। সম্মানিত পাঠকগণ আজকের পোস্টে থাকছে কিভাবে হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল খুলতে হয়, এবং চ্যানেল খুলে কি কোন টাকা ইনকাম করা যায় কিনা সবকিছু বিস্তারিত থাকছে আজকের এই পোস্টে। WhatsApp অ্যাপে নিত্য নতুন আপডেট কিন্তু নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ প্রতিবছরই, এখনকার আপডেট টা একটু আলাদা এবং একটু ব্যক্তিক্রম কারণ হোয়াটসঅ্যাপে একে চ্যানেল ক্রিয়েট করে নিজস্ব কনটেন্ট আপলোড দেয়া যাবে আর এই সুযোগ WhatsApp এর নতুন আপডেটে যুক্ত হল। পৃথিবীর প্রতিটা দেশের মানষসী কিন্তু কমবেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, এক কথা বলা যায় WhatsApp ব্যবহারকারীর কাছে দারুন পপুলার। আমরা আগে শুধুমাত্র WhatsApp অ্যাপ দিয়ে ডকুমেন্ট আদান প্রদান মেসেজ টাইপ করা ভিডিও অডিও কলে কথা বলা গ্রুপ চ্যাটিং করা ইত্যাদি ইত্যাদি করতে পারতাম। WhatsApp অফিশিয়ালি প্রতিবছরই হোয়াটসঅ্যাপ কে আপডেট করে বর্তমান আপডেটে WhatsApp অ্যাপে একটি চ্যানেল খোলার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ, বর্তমানে বিশ্বের নামিদাম টিভি চ্যানেল নিউজ পত্রিকা ও বড় বড় সেলিব্রেটিরা WhatsApp অ্যাপে চ্যানেল ক্রিয়েট করেছেন। টিভি চ্যানেল পত্রিকা সহ সেলিব্রেটিরা WhatsApp চ্যানেলে তাদের নিজস্ব কনটেন্ট দিয়ে দর্শকদের আপডেট দিয়ে থাকেন। একটা সময়ে WhatsApp অ্যাপে শুধুমাত্র বড় বড় কোম্পানি অথবা বড় সেলিব্রেটি এই WhatsApp অ্যাপে চ্যানেল ক্রিয়েট করতে পারতেন, কিন্তু হোয়াটসঅ্যাপ অফিশিয়ালি বর্তমানে সকল ইউজারদের জন্য চ্যানেল খোলার জন্য নতুন আপডেট এনেছে, এই আপডেটের মাধ্যমে সকল ইউজাররাই WhatsApp অ্যাপে একটি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। চ্যানেল ক্রিয়েট করে তাদের নিজস্ব কনটেন্ট আপলোড করতে পারবেন। অনেকেই আমরা ধারণা করি WhatsApp অ্যাপে চ্যানেল খুলে নিজস্ব কনটেন্ট আপলোড করে টাকা ইনকাম করতে পারব, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আসলে কি টাকা ইনকাম করা যায় কিনা, এই ধারণা মানুষের কতটুকু সত্য সে বিষয়ে জানব আমরা পোষ্টের নিচের দিকে।

  • সম্মানিত পাঠকগন কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাপের ভিতর একটি চ্যানেল ক্রিয়েট করতে হয় চলুন সেটা আমরা জেনে নেই। হোয়াটসঅ্যাপে কিভাবে চ্যানেল খুলতে হয় সেটা জানার জন্য পোস্টের নিচের দিকের আর্টিকেলগুলো মনোযোগ দিয়ে পড়ে নেবেন।

  • WhatsApp অ্যাপে চ্যানেল খোলার জন্য প্রথমে একটি বিষয় মাথায় রাখবেন সেটা হল আপনার পুরোনো WhatsApp অ্যাপটি বর্তমানের আপডেট ভার্সনে আপডেট করা আছে কিনা! যদি আপডেট করা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে প্রথমে WhatsApp অ্যাপ কে আপডেট করে নেবেন।

  • WhatsApp অ্যাপ আপডেট করা হয়ে গেলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করুন। হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করার পরে Chats বাটনের পাশে Update বাটন দেখতে পাবেন এবার আপডেট বাটন এ ক্লিক করবেন।

  • Update বাটনে ক্লিক করার পর Channels নামে একটা অপশন দেখতে পারবেন, চ্যানেলস অপরের ডান পাশে একটি প্লাস আইকন দেখা যাবে এবারে প্লাস আইকনে একবার ক্লিক করবেন।

  • প্লাস আইকনে ক্লিক করার পর Create channel নামে একটা অপশন দেখতে পারবেন, এবার এই ক্রিয়েট চ্যানেলে অপশনে ক্লিক করবেন।

  • Create channel বাটনে ক্লিক করার পর নতুন একটি পেইজ শো করবে যেখানে লেখা থাকবে Create a channel to reach unlimited followers. এই পেইজের নিচের দিকে একটি Continue লেখা অথবা একটি বাটন দেখতে পারবেন এবার এখানে একবার ক্লিক করবেন।

  • Continue বাটনে ক্লিক করার পর নতুন একটি পেজ শো করবে এই পেজ থেকে প্রথমে আপনাদের চ্যানেলের প্রোফাইল ফটো আপলোড কোরতে হবে, এরপর Channel name. দিতে হবে। ও ছোট্ট করে চ্যানেলের জন্য একটি ডেসক্রিপশন লিখে দিতে হবে। সবকিছু দেয়া হয়ে গেলে নিচে একটি বাটন দেখতে পারবেন যেখানে লেখা থাকবে Create channel. এবার ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে হোয়াটসঅ্যাপে একটি চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে।

  • WhatsApp অ্যাপে চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে জিরো ফলোয়ার দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার এড করার জন্য, বা ফলোয়ার যুক্ত করার জন্য চ্যানেলের ভেতর প্রবেশ করলে লেখা দেখতে পারবেন Share channel link & Share to my status. এবার এখান থেকে আপনার চ্যানেলের লিংকটাকে কপি করে আপনার সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক শেয়ার করার মাধ্যমে ধীরে ধীরে আপনার ফলোয়ার যুক্ত হতে থাকবে।

সম্মানিত পাঠকগণ WhatsApp অ্যাপে একটি চ্যানেল ক্রিয়েট করে নিজেদের ভিডিও আপলোড করে কোন টাকা ইনকাম করা যায় কিনা। WhatsApp অ্যাপ এর ভিতর অফিশিয়ালি এখন পর্যন্ত ভিডিওতে কোন ধরনের মনিটাইজেশন অপশন অন করা হয়নি। আপনি যদি WhatsApp চ্যানেল এর মাধ্যম থেকে টাকা ইনকাম করতে চান তাহলে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন না এখন পর্যন্ত, WhatsApp যদি অফিসিয়ালি পরবর্তীতে ভিডিওতে মনিটাইজেশন অন করে তখন হয়তো করতে পারবেন। বর্তমানে যদি আপনি WhatsApp চ্যানেল থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভালো পরিমাণে একটি ফলোয়ার দরকার হবে, আপনার যদি ফলোয়ার থেকে থাকে সেক্ষেত্রে আপনি স্পন্সারশিপের মাধ্যমে ইনকাম করতে পারেন। স্পন্সর পেতে গেলেও আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আগে ফলোয়ার গেইন করতে হবে, আশা করি বুঝতে পারছেন। সম্মানিত পাঠকগণ এই ছিল হোয়াটসঅ্যাপের চ্যানেলগুলো নিয়ে আমাদের আজকের পোস্ট। সবাইকে আমাদের অন্যান্য পোস্টগুলো ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। WhatsApp channel create by Netb24.

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন