IMO App Problem Fix

IMO App Problem Fix

Assalamu Alaikum আশা করি সকলে ভালো আছেন। দেখা যায় যে আমরা সকলেই Smartphone ব্যবহার করে থাকি। আর Imo আইডি চালায় না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আর সকলে Imo Id ব্যবহার করে থাকি। Imo আইডি ব্যবহারের কিছু সুবিধা অসুবিধা আছে। আবার কিছু গুরুত্বপূর্ণ Settings ও আছে যেগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। আবার অনেক সময় এগুলো না জানলে বড় সমস্যা পরতে হয়। এই পোস্টের মাধ্যমে আমরা আজকে Imo App এর কয়েকটি Settings সম্পর্কে জানতে পারব। যেমন আপনার Imo আইডি অন্য কেউ ব্যবহার করে কিনা সেটা দেখা। কোন অপরিচিত ব্যক্তি যেন Imo আইডিতে Call না দিতে পারে ওই অপশনটি চালু করা। এবং কাউকে Block আর Unblock করা। এর জন্য আমাদের পোস্টটি ফলো করুন।

সবার প্রথমে আমরা দেখব যে আমাদের Imo   আইডি অন্য কেউ ব্যবহার করে কিনা।

প্রথমে আমরা আমাদের Imo App এ প্রবেশ করব। পরে থ্রি ড্রড এ ক্লিক করব। থ্রি ড্রড ক্লিক করার পর আপনার স্কিনে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি Settings Option সিলেক্ট করবেন এবং ক্লিক করবেন। Settings Option এ ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেস চলে আসবে। পরে আপনি IMO Account Setting ওই Option সিলেক্ট করবেন এবং ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার একটি ইন্টারফেজ চলে আসবে। এখানে Manage Device ওই Option সিলেক্ট করবেন এবং ক্লিক করবেন। এখন এখান থেকে দেখতে পারবেন আপনার IMO Account অন্য কেউ ব্যবহার করে কিনা।

এখন যে Settings টি করবো এ সেটিংস এর মাধ্যমে আপনাকে অপরিচিত কোন ব্যক্তি Imo আইডিতে Call দিতে পারবেনা বা বিরক্ত করতে পারবে না।

এই সেটিংস টি করার জন্য প্রথমে আমাদের Imo App ওপেন করতে হবে। এবং স্কিনের উপর থ্রি ড্রড Option এ ক্লিক করে দিবেন। ফ্রি ড্রড Option এ ক্লিক করার পরে Settings Option সিলেক্ট করবেন। এবং সিলেক্ট করার পর ক্লিক করে দিবেন। Settings Option এর উপর ক্লিক করার পরে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি Privacy এই Option  সিলেক্ট করবেন এবং ক্লিক করে দিবেন। এই Option এর উপর ক্লিক করার পরে আরও একটি ইন্টারফেস চলে আসবে পরে Call ওই Option সিলেক্ট করবেন। Call অপশনটি সিলেক্ট করার পরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে My Contract ওই অপশন এর উপর একটি টিক চিহ্ন দিয়ে দিবেন। এই অপশনটি চালু করে দিলে আপনাকে আর অপরিচিত কোন ব্যক্তি Call দিতে পারবেনা। আপনার Imo আইডিতে যারা Add আছে শুধু তারাই আপনাকে Call বা Sms দিতে পারবে।
সম্মানিত ভিজিটর চাইলে আপনারা আমাদের পোস্টের ভেতর থেকেও imo App ফোনে ইন্সটল করতে পারেন। imo App এর লিংক নিচে দেওয়া হলো।

imo App install Now

আমরা এই Settings এর মাধ্যমে জানব যে কিভাবে কাউকে Block and Unblock করব।

এর জন্য প্রথমে আমাদের Imo App Open করতে হবে। এবং যে Id Block করবো ওই আইডির উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর স্কিনের উপর থ্রি ড্রড এই অপশনটির উপর ক্লিক করব। পরে তার সেই আইডির Name এর উপর একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর আবার একটি ইন্টারফেস চলে আসবে পরে আপনি স্কিনের থ্রি ড্রড ঐ অপশন এর উপর ক্লিক করবেন। এবং স্কিনে সিলেক্ট করবেন Block অপশনটি। এবং ওই অপশনটি অন করে দিবেন। তাহলে এই ব্যক্তি আর Sms বা Call দিতে পারবে না।
এখন কিভাবে Unblock করবেন বা কতজন Block List আছে সেটা দেখবেন কিভাবে এর জন্য পুনরায় আপনি আপনার App Open  করবেন। App open করার পরে আপনার স্কিনে থ্রি ড্রড ঐ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে। আপনার স্কিনে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি Security and Privacy ওই অপশনটি সিলেক্ট করবেন এবং ক্লিক করে দিবেন। পরে স্কিনে Block List ওই অপশনটি সিলেক্ট করবেন এবং ক্লিক করে দিবেন। এখন এখান থেকে দেখতে পারবেন কতজন Block List আছে। চাইলে আপনি এখান থেকে যাদেরকে Block করেছেন তাদের Unblock করতে পারেন।
আশা করছি imo app এর এই প্রবলেমগুলো আর দেখা জাবে না। এতক্ষণ আমাদের পোস্ট Follow করার জন্য ধন্যবাদ। পরের পোস্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। Thanks for visiting. Netb24.

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন