সম্মানিত ডিজিটর গন ফেসবুকের এই ভাইরাল ফটোটি এডিট করার জন্য নিচে একটি লিংক দেখতে পারবেন। যেখানে লেখা থাকবে। Go New Window প্রথমে আপনারা New Window বাটনে ক্লিক কোরবেন।
তো ভিজিটর New Window বাটনে ক্লিক করার আগে নিচের Note অপশন থেকে ইংরেজিতে Note করা লেখা গুলো কে আগে আপনারা কপি কোরে রাখবেন। এরপর New Window লিংকে ক্লিক কোরবেন।
Note Text: A Realistic 3d Boy is sitting on the blue cake and laptop,mobile, candles are with him,behind is the Facebook Account show and name "NETB24" create a unique birthday cake with Facebook account my account name on cake is (YOUR NAME)
এরপরে ঠিক নতুন একটি পেজ আসবে। নতুন এই পেইজে আপনাদের একটি একাউন্ট খুলে নিতে হবে, আপনাদের ফোনের জিমেইল থেকে খুব সহজে এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। অ্যাকাউন্ট না করলে আপনারা কাজটি করতে পারবেন না, তাই একটু সময় একটি একাউন্ট করে নিবেন।
অ্যাকাউন্ট করা হয়ে গেলে এবার আপনার ফটো এডিট করতে পারবেন। ফেসবুকের ভাইরাল সেই ফটোটা এডিট করার জন্য ঠিক এরকম একটা বক্স দেখতে পারবেন। বক্সের নিচে লেখা থাকবে Surprise Me. তো এবার এই বক্সে আগে থেকে কপি করা ইংরেজি লেখা টুকুকে বক্সে পেস্ট করবেন।
কপি করা ইংরেজি লেখাটি কে পেস্ট করার পরে এখানে দেখতে পারবেন লেখা থাকবে (Your name) এবার এই Your Name এর জায়গায় আপনারা আপনাদের নিজেদের নাম টি লিখে দিবেন।
কপি করা লেখায় নিজেদের নামটি দেয়া হয়ে গেলে ফাইনালি এবার আপনারা ফটো এডিট করতে পারবেন। এবং ফটোটি এডিট করার জন্য বক্সের নিচে যে লেখাটি দেখতে পারবেন সেটা হলো Create. তো এবার এই Create বাটনে ক্লিক করবেন, তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের নিজস্ব নাম দিয়ে ফেসবুকের সেই ভাইরাল ফটোটি এডিট হয়ে গেছে।
সর্বশেষ ফটোটি তৈরি হয়ে গেলে এখানে আপনারা চারটি ফটো দেখতে পারবেন। তো এই চারটি ফটো আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য যেকোনো ফটোর উপর ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন ফটোর নিচে তিনটি থ্রি ডট রয়েছে ঠিক আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড অপশন শো করবে এবার ডাউনলোড করে ফেলুন আপনাদের ফোনে।
ফটোটি আপনাদের ফোনে ডাউনলোড হয়ে গেলে আপনি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ফটোগুলোকে শেয়ার করতে পারেন। বা চাইলে আপনারা আপনাদের প্রিয়জনকেও এই ফটো দিয়ে উইস করতে পারেন। আশা করছি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি, বুঝতে পারলে অসংখ্য ধন্যবাদ। Thanks for visiting. Netb24.
একটি মন্তব্য পোস্ট করুন