আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দেখা যায় যে আমারা সকলে Messenger ব্যাবহার করে থাকি। আর Messenger হলো আমাদের একটি জনপ্রিয় App। আর এটি হলো একটি ব্যক্তিগত App আর এখান থেকে আমরা প্রায় অনেক মানুষের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে থাকি Video Call কিংবা Message মাধ্যমে। কিন্তু দেখা যায় যে আমাদের Phone অনেক সময় আমাদের Friend এর কাছে থাকে। কিংবা পরিবারের Phone আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। কিন্তু আমরা Messenger এ কারো না কারো সাথে Message করে থাকি। কিন্তু এটা আমাদের ব্যক্তিগত! আর তাই যেন কেউ আমাদের Message না দেখতে পারে। এর জন্য আমরা Messenger App Lock করে রাখতে পারব। তো কিভাবে Messenger App lock করব! এই App lock না করলে আমাদের অনেক সমস্যা হয়। এই Messenger App lock করতে আমরা অনেকে পারি আবার অনেকে পারিনা। তো আমরা এই Post এর মাধ্যমে দেখিয়ে দিবো। যে কিভাবে আপনি আপনার Messenger App lock করবেন। এর জন্য আমাদের Post Follow করুন।
তো এজন্য আমাদের প্রথমে Messenger App Open করতে হবে। পরে থ্রি ডট Option এ Click করে দিবেন। Click করার পরে আপনার সামনে একটি Interface আসবে। পরে Settings এর icon Select করবেন। এবং এখানে Click করবেন।
Messenger secret chat:- Click Here
Click করার Serren একটা Interface চলে আসবে। পরে Screen এ Select করবেন Privacy ওই Option. এবং ওই Option এ Click করে দিবেন।
Click করার পরে Screen এ Select করবেন App Lock ওই Option টি। এবং ওই Option এর উপর Click করে দিবেন। Click করার পরে Screen এ Select করবেন Unlock with Biometric পরে ওই Option On করে দিবেন।
এবং পরে Screen এ একটি Interface আসবে। এখানে Select করবেন Go To Settings। ওই Option এ Click করে দিবেন।
Click করার আবার পরে Screen এ Select করবেন App Lock ওই Option. এবং এই Option এর উপর Click করে দিবেন।
পরে এখান থেকে আপনি আপনার একটি Password অথবা Pattern দিয়ে দিবেন। ব্যক্তিগত যেন কেউ বুঝতে না পারে। এবার আপনার Phone এ যদি Phone Fingerprint lock এর ব্যবস্থা থাকে তাহলে আপনি Fingerprint ও দিয়ে দিতে পারবে।
পরে আপনার সামনে একটা Interface চলে আসবে। পরে এখান থেকে আপনি Messenger App Select করবেন। Select করার পরে Messenger On করে দিবেন। এরপর একেবারে এই App থেকে বের হয়ে আসবেন। পরে Messenger App Open করবেন। এবং আপনি আপনার Password. Pattern. Fingerprint দিয়ে দিবেন। দেখবেন আপনার কাজ হয়ে গেছে। আশা করি সকলে বুঝতে পারছেন।
Messenger App হলো আমাদের খুবই Personal একটি App. আর এই App এর Messege যদি অন্য কেউ দেখে তাহলে আমাদের অনেক সময় বিভ্রান্তির ভিতরে পড়তে হয়। আমরা Messenger এ Personal লোকের সাথে এই বেশির ভাগ Chat করে থাকি। তা আবার আমাদের নিজেদের ভিতরে-ই থাকে। তবে এটা যেনো অন্য কেউ দেখেতে না পারে! তাই এই Settings করে নিলে আমাদের খুবই ভালো হয়। আর তাই এই Settings করা খুবই গুরুত্বপূর্ণ! আমরা সকলেই এই Settings করব।
মেসেঞ্জারের গ্রুপের সুবিধা:- Click Here
এতক্ষণ আমাদের Post এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের Post আপনার কাছে কেমন লাগলো জানাবেন Please। পরের Post দেখার জন্য আমন্ত্রণ রইল। মেসেঞ্জার নিয়ে আমাদের আরো কিছু পোস্ট রয়েছে চাইলে সেগুলো কে আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ। Thanks for Visiting. Netb24
একটি মন্তব্য পোস্ট করুন