Contacts Number Copy |
আরেকটি বিষয় মনে রাখবেন আপনার ফোনের সকল সেভ করা নাম্বার যদি আপনি সুরক্ষিত রাখতে চান সেটাও কিন্তু সম্ভব এই App এর মাধ্যমে। কি কোরে ফোনের সকল নাম্বার সুরক্ষিত রাখা যায় সেটাও জানতে পারবেন আজকের এই পোস্ট এর মাধ্যমে।
Sim card এর সকল Number কিভাবে Copy কোরতে হয়, বা Export বা input কোরতে হয় তা নিচে Step By Step দেখানো হয়েছে।
আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023:- Click Here
ফোনে হঠাৎ করে যে কারণে সাউন্ড সমস্যা:- Click Here
পুরোনো ফোন থেকে, অথবা নতুন ফোন থেকে পুরোনো ফোনে Number Copy কোরতে হলে আমাদের ফোনে একটা App install কোরতে হবে, App জদি আমরা installing না করি তবে কাজটি করা সম্ভব হবে না। App টির Link নিচে দেওয়া হলো আপনারা প্রথমেই App টিকে ফোনে install কোরে নিবেন।
পোস্টের ভেতরে ২৯ সেকেন্ড অপেক্ষা করে Download লেখায় ক্লিক করলে অ্যাপসটি আপনাদের ফোনে ইন্সটল হয়ে যাবে।
Step-1
Step-2
App টি Open কোরলে অনেক গুলো অপশন দেখা জাবে, এখান থেকে নাম্বার কপি করার জন্য একটা সেটিংস দেখতে পারবেন, যেখানে লেখা থাকবে Unselect All. তো ফোনের সকল নাম্বার একসাথে Mark করার জন্য Unselect All অপশনে ক্লিক কোরবেন তাহলে ফোনের সব গুলো নাম্বার একসাথে কপি হয়ে জাবে।
Step-3
Unselect All এ ক্লিক করে এবার উপরে ডানপাশে দেখতে পারবেন তিনটি থ্রি ডট সেটিংস রয়েছে, তো এবার থ্রি ডট সেটিংস-এ ক্লিক কোরুন।
Step-4
থ্রি ডট সেটিংস এ ক্লিক করার পরে অনেক গুলো সেটিংস চলে আসবে এবার এখান থেকে Export To File অপশনে ক্লিক কোরুন।
Step-5
Export To File এ ক্লিক করার পরে আপনাদের ফাইল ম্যানেজার ওপেন হবে, এবার ফাইল ম্যানেজারে Export করার সময় একটা VCF প্রজেক্ট ফাইল আসবে তো VCF এই প্রজেক্টটা-কে ফাইল ম্যানেজারের ভিতরে যেকোনো একটা Folder এ Save কোরুন।
Step-6
VCF প্রজেক্ট ফাইল টাকে ফোল্ডারে সেভ করা হয়ে গেলে আপনারা যে নতুন ফোনে নাম্বার কপি কোরে নিতে চান সেই ফোনের Bluetooth On কোরে VCF প্রজেক্ট ফাইলটাকে Bluetooth এর মাধ্যমে নতুন ফোনে শেয়ার করে দিবেন।
Last Step.
নতুন ফোনে VCF ফাইলটি আনার পরে, অথবা যে ফোনটিতে আপনারা নাম্বার কপি করতে চান সেই ফোনে ফাইলটি Bluetooth এর মাধ্যমে নিয়ে আসার পরে! VCF প্রজেক্ট ফাইল ওপেন করবেন ব্লুটুথ ফোল্ডার থেকে। এবার নতুন ফোনে নাম্বার input বা কপি করার জন্য VCF প্রজেক্ট ফাইলে একবার ক্লিক কোরবেন! VCF প্রজেক্ট ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের জিমেইল একাউন্ট শো করবে! যেকোনো একটি জিমেইল সিলেক্ট করলেই সবগুলো নাম্বার এখানে ইনপুট হয়ে যাবে। বা কপি করা সব নাম্বার গুলো নতুন ফোনে চোলে আসবে।
আমাদের পোস্ট আপনার কাছে কেমন লাগলো সেটার মন্তব্য আপনারা জানাতে পারেন। আমাদের এই পোস্ট যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন সেই ক্ষেত্রে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজে।
IMO Group Problem Fix:- Click Here
Messenger secret chat:- Click Here
যারা ফোনের সকল নাম্বারগুলো সুরক্ষিত রাখতে চান তাঁরা যেভাবে নাম্বার গুলো সুরক্ষিত রাখবেন! আপনাদের ফোনের ফোল্ডারে সেভ করা যে VCF Project File টি রয়েছে, এই VCF Project File টিকে Google Drive App এ Upload কোরে রাখবেন। কখনো আপনাদের ফোন থেকে নাম্বার হারিয়ে গেলে পুনরায় Google Drive App থেকে Download কোরে নতুনভাবে ইম্পোর্ট করতে পারবেন আপনাদের ফোনে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এতক্ষণ Netb24 এর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন পোস্ট পড়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। Thanks for Visiting. Netb24
একটি মন্তব্য পোস্ট করুন