মোবাইলে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন - Eid Mubarak Poster Design Pixellab App

Eid Mubarak Poster
Assalamu Alaikum. আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘ একটি বছর পেরিয়ে আমাদের কাছে চলে এলো রমজান মাস এবং এর পরেই আমাদের খুশির দিন ঈদুল ফিতর। দেখা যায় যে আমরা সকলেই একে অপরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। যদি আমরা আরেকটু সুন্দর ভাবে তাদের ঈদের শুভেচ্ছা জানাই তাহলে কেমন হবে। আমরা কিন্তু ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ডের মাধ্যমে বা শুভেচ্ছা পোষ্টের এর মাধ্যমে  সবাইকে শুভেচ্ছা জানাতে পারি তাহলে কিন্তু বিষয় টা দারুন হবে। হা, এবং আপনি আপনার হাতে থাকা smartphoner মাধ্যমে এই কার্ড বানাতে পারেন এখানে আপনি আপনার Name and Pick চাইলে আরো অনেক কিছু Add করতে পারবেন। কিন্তু আমরা এই কাজগুলো কিভাবে করব এর জন্য আমাদের কিছু Step Follow  করতে হবে। Steps গুলো হলো। 
Step:1
এর জন্য আপনাকে প্রথম Play Store এ যেতে হবে এবং Install করতে হবে PixelLab App. আপনাদের সুবিধার জন্য PixelLab App এর লিংক নিচে দেওয়া হলো আপনারা এখান থেকে installing কোরে নিবেন। এবং App টি install করা হয়ে গেলে PixelLab App. Open করবেন। 

Download Now


App information..
App Name:- Pixellab
App Size:- 29Mb
App Download:-100M+
App Ads:- Yes
Step:2
App টি Open হওয়ার পর। স্কিনে Select করবেন থ্রি ডট, ওই Option টিতে Click করবেন। Click করার পর আবার স্কিনে Select করবেন Open plp file. ওখান থেকে আপনার পছন্দের Plp File ইনপুট করবেন।

আগে থেকেই এখান থেকে আপনার পছন্দের  PixelLab App এর Plp File টি এখান থেকে ডাউনলোড করে রাখবেন, Plp File এর লিংক নিচে দেওয়া হলো আপনার ইচ্ছে মতো নিয়ে নিবেন।


Eid Ul-Azha Poster

Plp File

Plp File

Plp File

Plp File

Plp File
Step:3
এর পরে স্কিনে Select করবেন ডট পিপি ওই Option এবং Click করবেন। আপনার এই File টি যে Folder এ download হয়েছে। ওই Folder Select করবেন এবং Click করবেন। এরপর ওই Folder থেকে শুভেচ্ছা পোস্টার File টি Select  করবেন। এবং Click করবেন। 

Step:4
এখন আপনার সামনে একটি শুভেচ্ছা পোস্টার কার্ড চলে আসবে। এখন এখানে কিভাবে আপনি আপনার P বসাবেন। এর জন্য স্কিনে Plus icon ওই Option এ Click করবেন। তারপর কয়টা Option আসবে আপনি From Gallery ওই অপশনে Click করে দিবেন। এখান থেকে আপনি Background Remove করা একটি Png Pick Select করবেন। এবং ওই pick এখানে বসিয়ে দিবেন। Pick বসানোর পর আমরা লেয়ার Option এ Click করব। Click করার পর স্কিন নিচের দিক নিব। এবং আগের Pick টি Hide করে দিবো। 

যাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সমস্যা মনে হবে তাদের জন্য একটি অ্যাপের লিঙ্ক নিচে দেওয়া হল, অ্যাপটির নাম Removebg এই App থেকে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন!
App information..
App Name:- Remov.bg
App Size:- 11Mb
App Download:-10M+
App Ads:- Yes
Step:5
এখন যেভাবে Name পরিবর্তন করবেন। আগের যে নামটি দেওয়া ছিল ওই Name এর উপর Click করবেন। এবং A Option এর উপর Click করবেন। Click করার পর আবার Edit ওই Option এ Click করবেন। এবং আপনি আপনার Name দিয়ে দিবেন। এখন যদি আপনি আপনার পদবি পরিবর্তন করতে চান। তাহলে এই Name যেভাবে পরিবর্তন করেছেন একইভাবে পদবি পরিবর্তন করতে পারবেন। এবং এখান থেকে আপনি আপনার পছন্দমত আরো কিছু এড করতে পারেন। 

Step:6
সবকিছু বসানো হয়ে গেলে। Share ওই Option Click করবেন। পরে Custom ওই Option Select করবেন, Click করার পর Custom এর জায়গায় Ulta বসিয়ে দিবেন। এবং Save To Gallery ওই Option এ Click করে দেবেন তাহলে Gallery এর ভেতর Save হয়ে যাবে।

আপনার শুভেচ্ছা পোস্টার টি তৈরি হয়ে গেলে আপনি যেকোনো জায়গায় Share করে দিতে পারেন। তবে এই PixelLab App এর সুবিধাটি হলো এটি ঘরে বসে বা যে কোন জায়গায় বসে নিজেই নিজের ফোন দিয়ে তৈরি করা যায়। এবং এর জন্য কোন টাকা খরচ করতে হয় না। আবার এই থেকে আপনি আবার ঈদুল আযহা বা যে কোন কিছুর পোস্টার তৈরি করতে পারেন একই ভাবে। Thank you so much for staying with Netb24 for so long, you are invited to visit other posts. Thanks again…

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন