ইউ কানেক্ট ওয়াইফাই রিচার্জ - UCounnect WiFi Card Recharge

UCounnect WiFi Card Recharge

Assalamu Alaikum আশা করি সকলে ভালো আছেন। আমরা আজ জানতে পারব U Connect Wifi এই নতুন project এর সম্পর্কে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের জন্য ইন্টারনেট ব্যবহার করে থাকি। যেমন Facebook, Messager, Whats App, Youtube, Google, Chrome ইত্যাদি ব্যবহার করে থাকি। এগুলো কেউ Wifi দিয়ে ব্যবহার করে আবার কেউ Data ব্যবহার করে। কিন্তু Data এর ব্যবহার করতে আমাদের Mb ক্রয় করতে হয়। কিন্তু Mb এর দামের কারণে আমারা অনেকে ক্রয় করতে পারিনা তাই এবার চাইলে আমরা UCounnect wifi এর মাধ্যমে একটু কম খরচে Wifi ব্যবহার কোরতে পারব, তবে মনে রাখবেন UCounnect wifi ব্যবহার করার জন্য আপনার এলাকায় UCounnect wifi line বা সংযোগ থাকতে হবে থাকলে আমরা কম খরচে UCounnect wifi এর মাধ্যমে Internet ব্যবহার কোরতে পারব এবং খরচ টা কম হবে। কিন্তু এবার আমারা জানতে পারব যে কিভাবে U Connect Wifi card Recharge System সম্পর্কে এবং কিভাবে কম টাকায় অনেক Mb ক্রয় করতে পারবো। এর জন্য Steps গুলো Follow করতে হবে। তাই নিচের Step গুলো মন দিয়ে দেখে নিন।

Step 1: প্রথমে আপনি আপনার Smartphone এর Wifi Option টি On করবেন। এবং U Connect Wifi Zone এই ID এর সাথে Connect করবেন। কিন্তু এর জন্য আপনার Phone এর সাথে U Connect Wifi এর সাথে Connect থাকতে হবে

Step 2এর পারে স্কিনে একটা U Connect এর Popup Base Open হবে। এর পরে আপনারা আপনাদের Number টা দিয়ে দিবেন। এবং স্কিনে দেখবেন প্রবেশ Option ওই যায়গায় Click করবেন।

Step 3এবং আপনার Phone একটা Code আসবে। আপনার ID নিবন্ধন করার জন্য। আপনি ওই Code টা Verification এর জন্য বসাবেন। বসানোর পরে স্কিনে দেখবেন Submit Option। পারে আপনি ওই Optione এ Click করবেন। এরপরে আপনি U Connect Wifi এর কিন্তু  চমৎকার Interface দেখতে পারবেন।

Step 4আপনি যদি Online এ Package কিনতে চান। তাহলে Shorjopay ওই Option টা Select করবেন এবং Click করবেন।

Step 5এবং Prepaid Card এর থেকে Recharge করে চাইলে Card Recharge Option টা Select করবেন এবং Click করবেন।

Step 6পরে Prepaide Card এ থাকা 10 Number এর Code টা বসাবেন। এবং স্কিনে দেখবেন Submit Option তো এবার Submit লেখায় Select করবেন। এবং আপনি ওই Option এ Click করবেন। তাহলে আপনার কাজ শেষ হয়ে যাবে।

এই U Connect Wifi এর অনেক সুবিধা রয়েছে। এর কারণে আমরা কম খরচে অনেক ইন্টারনেট ব্যবহার করতে পারি। এবং মোবাইল নাম্বার নিবন্ধন করে। একই আইডি সব জায়গায় ব্যবহার করতে পারি। এবং আপনি Wifi এর সাথে আরও অনেক U Connect Wifi এর Connect করতে পারবেন। এবং একটি Wifi Zone তৈরি করতে পারবেন। আবার আপনি এর Recharge করতে পারবেন আপনার এলাকার Recharge Agent এর কাছ থেকে।

U Connect WiFi Zone এর কিছু অসুবিধা ও রয়েছে। যেমন Wifi এর সাথে আপনাকে U Connect Wifi এর Device এর সাথে Connect করতে হবে। আবার এর জন্য আমাদের Prepaid Card ক্রয় করতে হয়। Pre-paid Card ক্রয় করতে গেলে প্রথমে একটু টাকার পরিমাণ বেশি লাগে। সম্মানিত ভিজিটর আপনার আসেপাশে জদি কেউ UCounnect wifi লাইন নিয়ে থাকে তবে এটা আপনি ব্যবহার কোরতে পারেন অথবা আসেপাশের এলাকায় জদি UCounnect wifi থেকে থাকে তবে আপনারা সংযোগ নিতে পারেন কারন আমাদের এই প্রজন্ম পুরোপুরি internet প্রজন্ম আর UCounnect wifi টাও একটা দারুণ Technology. আর একটা সমস্যা হলো UCounnect wifi আবার সব এলাকায় এর Recharge Agent থাকে না। তবে এই সমস্যার ও সমাধান হবে কারন ধিরে ধিরে সব এলাকায় Recharge Agent চোলে আসবে। ধন্যবাদ সম্মানিত পাঠক গন।

Thank you so much for staying with Netb24 for so long, you are invited to visit other posts. Thanks again…

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন