Step 1: প্রথম আপনাকে Play Store এ যেতে হবে। এবং Install করতে হবে Nagad App টি। App টি Install হয়ে গেলে App টি Open করবেন।
Step 2: App টি Open করার পরে আপনার কাছে নাম্বার চাইবে। কিন্তু আপনি নাম্বার না দিয়ে স্কিনে Select করবেন রেজিস্ট্রেশন করুন এই Option এবং Click করবেন।
Step 3: Click করার পরে আপনার কাছে আপনার Mobile Number চাইবে। Mobile Number দেওয়ার পারে স্কিনে Select করবেন পরবর্তী ধাপ ওই Option এ Click করবেন। Click করার পরে আপনি আপনার মোবাইল অপারেটর নির্বাচন করবেন। এবং পরবর্তী ধাপ ওই Option এ Click করবেন।
Step 4: এখন আপনার কাছে আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি চাইবে। প্রথম আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশ স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য স্কিনের উপর একটি আইকন দেখতে পারবেন ওই Option এর উপর Click করবেন। এবং ছবি তুলবেন পরে টিক চিহ্নতে Click করবেন। এবং আপনি আপনার ছবিটাকে ভালো করে Crop করে দিবেন এবং টিক চিহ্ন টিতে Click করবেন। এবং একই নিয়মের জাতীয় পরিচয় পত্রের পিছনের অংশ স্ক্যান করে দিবেন। এবং পরবর্তী Option এ Click করে দিবেন।
Step 5: এখন দেখবেন আপনার জাতীয় পরিচয় পত্রের সকল Details এখানে চলে আসছে। আপনি পরবর্তী Option এ Click করে দিবেন। এখন আপনার পেশা, আপনার লিঙ্গ এবং টাকা লেনদেনের উদ্দেশ্য এবং মুনাফা গ্রহীতা একাউন্ট কিনা। এই তথ্যগুলা সঠিকভাবে দিয়ে দিবেন। এবং পরবর্তী Option এ Click করে দিবেন।
Step 6: এখন আপনার কাছে ছবি চাইবে। এবং ছবি তোলার কিছু নিয়ম স্কিনে দেখতে পারবেন। আপনি পরবর্তী Option এ Click করবেন। এবং আপনি আপনার ছবিটি তুলবেন। এবং পরবর্তী Option এ Click করেবেন। এখন আপনার কাছে আপনার স্বাক্ষর চাইবে। কিন্তু স্বাক্ষর দেওয়ার আগে আপনাকে কিছু শর্ত দেওয়া থাকবে। এবং লেখা থাকবে আমি নগদ এর শর্তগুলি সাথে একমত ওই জায়গায় একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এবং আপনি আপনার স্বাক্ষরটি স্কিনের উপর দিবেন তাহলে স্বাক্ষর টা হয়ে যাবে এবং পরবর্তী Option এর উপর Click করে দিবেন।
Step 7: Click করার পর আপনার দেওয়া আপনার সকল Information দেখাতে পারবেন স্কিনের উপর। আপনি পরবর্তী Option এ Click করে দিবেন। এখন আপনার Phone এ একটি Code Number আসবে। Code Number আপনার Phone এমনিতেই বসে যাবে। এবং আপনি পরবর্তী Option এ Click করে দিবেন।
কিন্তু আপনি যে Number এ Nagad ID Open করবেন ওই SIM আপনার Phone এ থাকতে হবে।
Step 8: এখন আপনি আপনার ID এর PIN Number বাসাবেন। প্রথম PIN Number টি বসাবেন। আবার পূর্ণরায় PIN Number টি বসাবেন এবং সাবমিট Option এ Click করবেন। এবং এরপর পরবর্তী Option এ Click করবেন তাহলে আপনার ID Open হয়ে যাবে। এরপরে আপনারা Nagad app এর মাধ্যমে লেনদেন করতে পারবেন।
Nagad app এ কিকি সুবিধা পাওয়া যায়।
Nagad app এর অনেক সুবিধা রয়েছে এর মাধ্যমে আপনি যেকোনো সময় যেকোনো কারো Phone Number এ Recharge করতে পারবেন বিদ্যুৎ বিল ইত্যাদি পেমেন্ট করতে পারবেন। Nagad এর ক্যাশ ইন করলে প্রতি হাজারে ৫ টাকা ক্যাশব্যাক। এবং এর ক্যাশ আউট করলে প্রতি হাজারে ১৪.৫ টাকা চার্জ কাটবে। এবং সঞ্চয় করলে সুবিধা রয়েছে। তো সম্মানিত পাঠক গন নগতে আরো অনেক সুবিধা রয়েছে নগদে আসলে আপনারা এ-ই বিষয় গুলো উপো ভোগ কোরতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন