Assalamu Alaikum আশা করি সকলে ভালো আছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের জন্য ইন্টারনেট ব্যবহার করে থাকি। যেমন Facebook, Imo Messager, Whats App, Youtube, Chrome, Google ইত্যাদি। এগুলো ব্যবহার করতে আমাদের MB এর প্রয়োজন হয়। আমরা সকলেই MB এর অফার দেখে MB ক্রয় করে থাকি। কিন্তু আমরা সব সময়ে আমাদের পছন্দ মতো অফার পাই না। আবার যা পাই তা সময় মতো ক্রয় না করতে পারলে তা পারে পাই না মানি অফার টি আর থাকে না। কিন্তু এবার আমরা জানবো MY Robi App এর সম্পর্কে। এর আবার অনেক সুবিধা ও রয়েছে আমরা এ সম্পর্কে ও যেনে নিতে পারবো। এবং কিভাবে এর থেকে অফার দেখে MB ক্রয় করবো। এর জন্য Steps গুলো Follow করতে হবে। Step গুলো হলোঃ
Step:1
এর জন্য আপনাকে Play Store এ যেতে হবে। এবং Install করতে হবে My Robi App। Install করার পরে App টি Open করবেন।
Step:2
App Open করার পর স্ক্রিনে একটা Interface দেখতে পারবেন। এবং স্কিনে Login ওই Option টা Select করবেন এবং Click করবেন।
Step:3
Click করার পর 3 টা Option আসবে আপনি প্রথম Option Login with Robi Number Select করবেন, এবং Click করবেন। তারপর আপনার Number চাইবে আপনি আপনার Robi Number দিবেন। দেওয়ার পর স্কিনে Send OTP ওই Option সিলেক্ট করবেন এবং Click করবেন।
Step:4
পরে আপনার Number এ একটা OTP Number আসবে। পরে আপনি Number টা বসাবেন এবং Select করবেন Login ওই Option এবং Click করবেন। তাহলে আপনার ID Open হয়ে যাবে।
Step:5
এখন আপনি আপনার profile pic ও Name বসাতে পারেন পরবর্তীতে আপনি উভয় পরিবর্তন করতে পারবেন। এর জন্য আপনি আপনার স্কিনে Account ওই Option Select করবেন এবং Click করবেন। পরে icon ওই Option এ Clickকরবেন। এবং আপনি আপনার Name এবং Profile pick দিয়ে দিবেন। না দিলেও হবে কোনো সমস্যা নাই তবে দিলে ভালো।
Step:6
এখন আপনি যদি Offer দেখতে চান বা MB ক্রয় করতে চান তাহলে স্কিনে Offers ওই Option টি Select করবেন এবং Clict করবেন। পরে আপনি যদি MB ক্রয় করতে চান তাহলে Data ওই Option এ Click করবেন। তাহলে আপনি অনেক Offer দেখবেন এবং যে Offer ক্রয় করতে চান ওই Offer এর নিচে Buy ওই Option এ Click করবেন। কিন্তু এর জন্য আপনার Number এ Taka থাকতে হবে।
Step:7
এর থেকে আপনি আবার Minute ও ক্রয় করতে পারবেন। এর জন্য Voice ঐ Option এ Click করবেন। আবার আপনি Minute ও MB একসাথে ক্রয় করতে পারবেন। এর জন্য স্কিনে Bundle ওই Option Selsct করবেন এবং Click করবেন। এবং আপনি আপনার পছন্দ মতো Offer ক্রয় করতে পারবেন, ওই একই নিয়মে ।
Step:8
আপনি আবার এই App এর মাধ্যমে Number এ Taka Recharge করতে পারবেন। এর জন্য আপনি আপনার স্কিনে Recharge Now ওই Option এ Click করবেন। এবং আপনি আপনার Taka এর Amount দিবেন। এবং আপনি bkish থেকে বা অন্য Account থেকে Taka Recharge করতে পারবেন।
Step:9
আপনি আবার যে কোন Robi Number এ MB Minute ও SMS কত দিনের জন্য দিতে চান তা আপনি Time দিয়ে Gift করতে পারবেন। এবং আপনি ও নিয়ে নিতে পারবেন। এর জন্য আপনি আপনার স্কিনে Gift ওই Option টা Select করবেন এবং Click করবেন। পরে আপনি যত MB Minute বা SMS Gift করতে চান তা আপনি কত দিনের জন্য দিতে চান তা আপনি Time দিয়ে দিবেন। পরে আপনি আপনার স্কিনে Send Gift Option এ Click করবেন। পরে যে Number এ পাঠাবেন ওই Number দিবেন। এবং Recharge And gift ওই Option এ Click করবেন। কিন্তু এর জন্য আপনার Number এ Taka থাকতে হবে। এবং আপনি যদি নিতে চান তাহলে Buy Now ওই Option এ Click করবেন।
Step:10
আবার আনার Number এ যদি Taka না থাকে আপনি এই App এর থেকে Taka Loan নিতে পারবেন। এর জন্য আপনি আপনার স্কিনে Taka Loan ওই Option টা Select করবেন এবং Click করবেন। এবং স্কিনে Confirm ওই Option এ ক্লিক করবেন। পরে আপনি যদি আপনার Number এ Recharge করেন পরে তা আবার কেটে নেওয়া হবে।
এর সুবিধাগুলো হলোঃ আমারা এই App থেকে Taka Loan আনতে পারি। যে কোন Robi Number এ MB, Minute ও SMS Gift করতে পারি। অনেক Offer দেখে ক্রয় করতে পারি। আমাদের অনেক সময় MB, Minute ও SMS দেখার প্রয়োজন পরে আর My robi app টি থাকলে কোন কোডের ঝামেলা ও হয়না। আমরা এই App এর মাধ্যমে দেখতে পারি।
একটি মন্তব্য পোস্ট করুন