যে কারো লোকেশন বের করার নিয়ম - Location Sharing

Location Sharing
Location Sharing
Assalamu Alaikum আশা করি সকলে ভালো আছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন যায়গায় যেতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার যায়গা গুলো চিনি না বা কখনো যাইনি। এক্ষেত্রে আমরা Location এর মাধ্যমে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। আমরা এখন থেকে Phone Number দিয়ে যে কোন কারো Location বা অবস্থান বের করতে পারব, যে কোন যায়গায় বসে। আমাদের অনেক কাছের মানুষ যেমন  স্বামী - স্ত্রী বা ছেলে, মেয়ে School, College  এ যায় অনেক সময় তারা হারিয়ে যায় বা সঠিক জায়গা না চেনার কারনে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে না। আবার আমরা যারা তাদের গার্ডিয়ান থাকি তারাও সঠিক ভাবে তার Location বের কোরতে পারিনা, তাই আমরা এখন থেকে তার Phone Number এর মাধ্যমে জানতে পারবো যে সে এখন কোথায় আছে। তাছারা আমরা ও আমাদের কাছের মানুষ, বন্ধু, পরিবার, আনেক যায়গায় বিপদে পরে নিজের Location ঠিক ভাবে বলতে পারিনা। এ অবস্থায় আমার তাদের Number ব্যবহার করে তাদের Location বের করতে পারবো এতে তার বিপদের ঝুঁকি কমে জাবে। কিন্তু এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। তো কিভাবে তাদের Number দিয়ে তাদের Location বের করবেন এর জন্য Steps গুলো Follow করতে হবে। Step গুলো হলোঃ

Step:1

এর জন্য আপনার Phone এ Google Maps App টি থাকতে হবে। আর না থাকলে Play Store এর থেকে Install করতে হবে। এবং App টি Open করবেন। 

Step :2

App এর মধ্যে প্রবেশ করার পরে স্কিনে একটা  Interface দেখতে পারবেন। আপনি আপনার Profile এর উপর Click করবেন। 

Step :3

Click করার পরে স্কিনে দেখবেন Location Searing ওই Option টা Select করবেন এবং Click করবেন। 

Step :4

Click করার পরে স্কিনে দেখবেন Share Location ওই Option এর উপর Click করবেন। পারে স্কিনে দেখবেন Share Your Real Time. 

Step:5

এখান থেকে আপনি Time ও দিতে পারবেন আপনি যতক্ষন তার Location দেখতে চান। আবার যতক্ষন পযন্ত Until You Turn This Of Oi Oftion টা off না করবেন ততক্ষণ পযন্ত আপনি তার Location দেখতে পারবেন। 

Step:6

পরে নিচের দিকে কিছু ID এর Profile দেখবেন। আপনি যদি আরো কারো সাথে Location Share করতে চান। তাহলে ওই ID এর Profile গুলো বাম দিকে টানুন আর স্কিনে দেখবেন More ওই Option এ Click করবেন। এবং এখানে অনেক ID দেখবেন যে গুলো আপনার Phone তাদের Number Save আছে। এবং আপনি যার সাথে  Location Share করতে চান। তার ID Name Select করবেন। Select করার পরে  স্কিনে দেখবেন Send ওই Option এর উপর Click করবেন। 

Step:7

Click করার পরে আপনার স্কিনে একটা Link  দেখতে পারবেন। এবং আপনি ওই Link টা Send করে দিবেন। ওই Link টা তার কাছে পৌঁছে যাবে। আর ওই বেক্তি যখন থেকে এই Link এর উপর Click করবে। তখন থেকে আপনি তার  সাথে Location Share করতে পারবেন। 

Step:8

আবার যদি এমন হয় যে আপনি যার সাথে Location Share করতে চান তার ID আপনার কাছে নেই। এক্ষেত্রে আপনি ওই Link টা Copy করবেন। এবং আপনি একে বারে Back এ চলে আসবেন। 

Step:9

এখন আপনি সরাসরি Messages চলে আসবেন। এবং আপনি যার সাথে Location Share করতে চান। তার Number এ যে Link টা Copy করছেন তা আপনি Paste করে Send করে দিবেন। এবং একই নিয়মে সে যখন Link এ Click কোরে আপনার কাছে পারমিশন দিয়ে দিবে, তাহলে তখন থেকে আপনি তার সাথে Location Share করতে পারবেন।

কিন্তু এ ক্ষেত্রে কিছু কথা মনে রাখতে হবে। 

যেমন আপনি যাদের সাথে Location Share করতে চান। তাদের Phone Google Maps App টি থাকতে হবে। আমাদের উভয়ের Internet On থাকতে হবে। এবং উভয় এর Phone এ Gmail Account দ্বারা Connect থাকতে হবে। আর Location On রাখতে হবে। তো এভাবে আপনি যে কোন কারো সাথে Location Share করতে পারবেন যে কোন যায়গায় বসে। সম্মানিত পাঠক গন আসাকরি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন