নতুন নিয়মে সঠিক ভাবে Daraz Account খুলুন - Daraz Account - Daraz BD

Daraz Account
Daraz
আমাদের দেশের জনপ্রিয় ও অন্যতম প্লাটফর্ম হলো Daraz. আপনি Daraz থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য বা অনলাইন শপিং করতে পারেন ঘরে বসে বা যেকোনো জায়গায় বসে। Daraz থেকে আপনি যেকোনো ধরনের পণ্য অর্ডার করতে পারেন। আর এর থেকে যে কোন ধরনের পন্য ক্রয় করতে হলে আমাদের Daraz এ Customer Account Open করতে হবে। আমরা জানবো যে কিভাবে Daraz এ Account Open করতে হবে, এর জন্য নিচে Steps গুলো Follow  করবেন। আর আপনাদের পন্য ক্রয় করার পর যেন পণ্যটি সঠিক জায়গায় পৌঁছে যায় এর জন্য আপনাকে আপনার Account এ কিছু Update করতে হবে সেটা হলো আপনার লোকেশন টা Daraz app এ দিতে হবে নাহলে আপনার অর্ডারকৃত পণ্য-টি সঠিক ভাবে আপনার কাছে আসবেনা। আমরা এ সম্পর্কে আরও জানতে পারবো নিচের লেখা গুলোর মাধ্যমে।

Step:1
এর জন্য প্রথমে আপনাকে Play Store এ যেতে হবে। এবং Daraz app টি Install করতে হবে।

Step:2
আপনি App Open করবেন। Open করার পারে স্কিনে দেখবেন language বা ভাষা। পরে আপনি যে ভাষায় দেখতে চান ওই ভাষার উপর Click করবেন। বাংলা আথবা English. 

Step:3
তারপর আপনি আপনার স্কিনে কিছু ইন্টারফেস  আসবে তা আপনি দেখতেও পারবেন অথবা Skip করতে পারবেন।

Step:4
তারপর আপনি আপনার Account Open   করবেন। এবং এর জন্য স্ক্রিনে দেখবেন Account ওই Option সিলেক্ট করবেন এবং Click  করবেন। তারপর স্কিনে দেখবেন Login And Sign Up ওই অপশনটিতে Click করবেন। 

Steps:5
তারপর Option আসবে আপনি আপনার Number দিয়ে Account রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা Facebook দিয়ে বা Gmail  Account এর সাথে Connect করতে পারবেন। তো আমরা Number দিয়ে Account Open   করবো।

Step:6
আমরা যে Number দিয়ে Account Open   করবো ওই Number টি দিতে হবে। পরে Next এ Click করতে হবে। পরে আপনার Number এ একটি Code Number আসবে। 
পরে আপনি আপনার Code Number টি বসাবেন। তারপর Next এ Click করবেন। 

Step:7
পরে Option দেখবেন Name আর  Password । পরে আপনি আপনার Name এবং Password বসাবেন। আপনি যে Password বসাবেন কমপক্ষে ছয় World হতে হবে। এবং এর মধ্যে Number আর Letter থাকতে হবে। পারে Agree And Create Account ওই Option টিতে Click করবেন। তাহলে আপনার Account Open হয়ে যাবে।
কিন্তু অর্ডার করার পূর্বে আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের Account এর কিছু  Information Update করতে হবে। যেন পন্য কেনার পর ঠিক যায়গায় পৌঁছে যায়। 

Step:8
এর জন্য স্ক্রিনে সেটিং Option সিলেক্ট করবেন এবং Click  করবেন। Click করার পর স্কিনে দেখবেন Account Information ওই Option Click করবেন। Click করার পর আপনাকে Email Address Add করতে হবে। স্ক্রিনে দেখবেন Add Email ওই Option এ Click  করবেন।

Step:9
Click করার পর আপনি আপনার যে Number দিয়েছিলেন ওই Number এ একটা Code যাবে এর জন্য স্কিনে Send Code ওই Option এ ক্লিক করতে হবে। তারপর আপনার নাম্বারে একটি Code আসবে Code টি আপনার বসাতে হবে। পরে Verify Code ওই Option এ Click  করতে হবে।

Step:10
একই ভাবে আপনি আপনার Email Address দিবেন এবং Send Cood ওই Option এ Click করবেন। তাহলে আপনার Email এ একটা কোড আসবে ওই কোডটি বসাতে হবে। তাহলে হয়ে যাবে Email Address Add করা। পরে আপনি আপনার Date Of Birth. এবং Gender  ঠিক মতো দিয়ে দিবেন। 

Step:11
তাহলে Account Information এর কাজ শেষ। পরে Back এ চলে আসবেন। এখন আপনি স্ক্রিনে দেখবেন Address Book ওই Option এ Click  করবেন। আবার স্কিনে দেখবেন add ওই Option এ ক্লিক করবেন। 

Step:12
ক্লিক করার পরে স্কিনে কিছু Option দেখবেন। যেমন Area, address বা Home & Phone Number এগুলো ঠিক মতো দিয়ে দিবেন। আরও কিছু Option দেখবেন তা আপনি আপনার সুবিধা মতো দিয়ে দিবেন। পরে Save Option এ Click  করবেন। তাহলে আপনার কাজ শেষ। 
Daraz থেকে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি। কেননা আমরা ঘরে বসে আমাদের প্রয়োজনীয় পন্য অর্ডার করতে পারি। আনেক সময় আমরা ব্যস্ততার কারণে শপিং করার সময় পাইনা। কিন্তু Daraz এর মাধ্যমে আমরা যেকোনো যায়গায় বসে যে কোন পন্য ওডার করতে পারি। মনে রাখবেন আপনার অডার করা পণ্য টি পেতে অবশ্যই সঠিক Address দিতে হবে Daraz App এ, তাহলে আপনার পণ্য সঠিক ভাবে আপনার হাতে চোলে আসবে। ধন্যবাদ সম্মানিত ভিজিটর।

Thank you so much for staying with Netb24 for so long, you are invited to visit other posts. Thanks again…

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন