Step:1
সবার প্রথমে আপনি Play Store এ যাবেন এবং Screen Recorder এর App টি Install করবেন। আপনাদের সুবিধার জন্য App এর link নিচে দেওয়া হলো।
App information.
App Name:- Screen Recorder
App Download:- 10M+
App Ads:- Yes
Step:2
একটি Install করা হয়ে গেলে App টি Open করবেন। Open করার পর আপনার কাছে কিছু Permission চাইবে আপনি permission গুলো Allow করে দিবেন। এরপর আপনার স্কিনে একটা Interface দেখবেন আপনি Ok ওই Option এ Click করবেন। পরে আবার আরো একটা Interface আসবে আপনি Ok ওই Option এ Click করে দিবেন।
Step:3
এরপর আপনার Smartphone এর যে Microphone রয়েছে ওই Microphone ব্যবহার করার জন্য Allow এই Option এ Click করবেন। পরে আরো একটা Interface দেখবেন আপনি Allow করে দিবেন। এবং এরপরে Start Now ওই Option এ Click করে দিবেন। এরপর আপনাকে যে Gallery এর Access এর জন্য Allow করে দিবেন। এবং Allow করে দিলে আপনার স্ক্রিন এর Screen Record On হয়ে যাবে।
Step:4
সব কিছু Allow করার পরে আপনার স্কিনে একটা Interface আাসবে। এবং এই জায়গায় দেখতে পারবেন যে আপনার Phone এর কতটুকু স্পেস খালি রয়েছে। এবং আপনি কত ঘন্টা স্কিন Video Record করতে পারবেন।
Step:5
এবং নিচে আপনি দেখতে পারবেন Video যে আপনি যতগুলো Screen Record Video করছেন সেগুলো। আর পাশে দেখবেন Screenshot বা Picture যেগুলো আপনি Screenshot করছেন। এবং এর পাশে আরেকটি icon এর মতো চিহ্ন দেখতে পারবেন এবং এই Option এ Click করে। Click করলে দেখতে পারবেন আপনার Video ও Photo Edit করার কিছু Option রয়েছে।পরে Settings Option দেখতে পারবেন। এবং Click করবেন Click করার পরে আপনি মূলত আপনার যে App রয়েছে এই App টি Setup করবেন।
Step:6
আপনি এখন App টি setup করার জন্য Settings ওই Option এ Click করবেন এবং Click করার পর এখানে বিভিন্ন Option দেখতে পারবেন। এখান থেকে চাইলে আপনি Regulation ও Quality পরিবর্তন করতে পারেন আপনি আপনার পছন্দমত। এবং এখানে আরো Option আছে যা আপনি আপনার পছন্দমত পরিবর্তন করতে পারেন।।
Step:7
তবে আমরা যে Screen Record এ গুলো কোথায় পাবো। এগুলো এগুলো Record হয়ে গেলে আমাদের gallery বা আমাদের File Manager এ Automatic Save হয়ে যাবে। তবে আপনারা যদি খুঁজে না পান তাহলে Save Location বা Screen Record ওই File এ Click করেন তাহলে পেয়ে যাবেন।
Step :8
আপনি যখন Screen Record On করবেন তখন আপনার স্কিনের পাশে একটি ড্রড চিহ্ন দেখতে পারবেন। এই জায়গায় Click করলে 3টা Option দেখতে পারবেন। এর একটা হলো আপনি চাইলে আপনি ভিডিওটা Stop করতে পারেন। আরেকটা দিয়া আপনি Screen Record Save করতে পারবেন। এবং নিচের টা Tools Option এবং এই Option এর উপর Click করলে আবার 3 টা Option দেখতে পারবেন। Screenshot Camera Brush. এবং আপনি Screenshot দিয়ে Screenshot মারতে পারবেন। Camera দিয়ে আপনি আপনার Camera এই স্কিনের উপর আনতে পারবেন। আর নিচের টা Brush. আপনি চাইলে Brush Tool স্কিনে নিয়ে আসতে পারবেন। তবে আপনি যে Option এর কাজ করতে চান ওই Option টা On করে দিবেন। আর আপনি যদি Brush Tool On করেন তাহলে আপনার স্কিনের উপর Brush Tool Option টা চলে আসবে
এবং আপনি এখান থেকে Screenshot মারতে পারবেন আবার Eraser থেকে মুছতে পারবেন এবং রিড ও করতে পারবেন। আবার কোন কিছু যদি Text করেন তা আবার কালার করতে পারবেন।
তবে আপনি যে Screen Record করবেন এবং Sound Record করবেন। এর সাথে আপনি যদি Microphone বা Headphone ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা একটু ভালো হয় যেমন Voice টা স্পষ্ট শোনা যায়, তাই ভিডিও করার জন্য Microphone অবশ্যই ব্যবহার কোরবেন।
Thank you so much for staying with Netb24 for so long, you are invited to visit other posts. Thanks again…
একটি মন্তব্য পোস্ট করুন