মোবাইল ফোনে হঠাৎ করে যে কারণে সাউন্ড সমস্যা দেখা দেয় - Android Phone Sound Problem Fix

Android Phone Sound Problem Fix
Phone Sound Problem
Assalamu Alaikum আশা করি সকলে ভালো আছেন। আমার যে Smartphone ব্যবহার করি বর্তমানে এই Phone এর বড় একটা সমস্যা দেখা যে হটাৎ করে Phone এর সাউন্ড কমে যায়। দেখা যায় যে আমরা একটা মিউজিক পেলে করলাম Music চলতেছে কিন্তু সাউন্ড ফুল করার পরে ও সাউন্ড বেশি আশে না। মূলত আপনার যে Music টা Play হওয়ার কথা সেটা Play হচ্ছে,  কিন্তু আপনার মেইন যে স্পিকার থেকে সাউন্ড বের হওয়ার কথা সেখান থেকে বের না হয়ে যে স্পিকার থেকে কথা বলার সময় সাউন্ড শুনতে পাই ওই স্পিকার থেকে সাউন্ড বের হয়। এ কারণে সাউন্ড 100% করে দিলেও সাউন্ড এর লেভেলটা কম থাকে। এবং আমরা যদি কারো সাথে কথা বলি তখন কথা শোনার মত অবস্থা থাকে না। এবং এ সমস্যাটা কিন্তু হয়ে থাকে এবং কেন হয় এবং কি করলে এই সমস্যা সমাধান করতে পারবো। এ বিষয় আমরা জানতে পারবো এবং এর জন্য Steps গুলো Follow করতে হবে। Phone এর সাউন্ড কমে যাওয়া এ সমস্যাটা দেখা দেয় বর্তমানে যে Phone গুলোতে Android 10 এবং 11 ভার্সন এই Phone গুলোতে। এবং আপনার Phone এর  সাউন্ড কমে যাওয়ার এই সমস্যাটি তখনই দেখা দিবে যখন আপনি IMO, WhatsApp ও Messenger ইত্যাদি একসাথে ব্যবহার করবেন। আপনার Phone এ যদি এই সমস্যা দেখা দেয় তাহলে কি করবেন তা নিচে Step গুলোতে দেওয়া আছে। Step গুলো হলো। 

Step :1

প্রথমে আমরা আমাদের Phone এর যে Settings আছে সরাসরি ওই Settings এ চলে যাবো। 

Step :2

পরে স্কিনে Select করবেন App Management  ওই Option এর উপর Click করবেন। তবে এক একটা Phone এর Settings এক এক রকম। এবং আপনি যদি আপনার Phone এ খুঁজে না পান তাহলে Search বারে Search করবেন App  Management. এবং এই Option এ Click  করবেন। 

Step :3

Click করার পরে আবার স্কিনের Select করবেন App List ওই Option একবার Click করবেন। তখন দেখতে পারবেন আপনার ফোনে যত App Install করা ছিল সব App এখানে রয়েছে। 

Step :4

তো আমাদের সব App এর দরকার নেই আমাদের বের করতে হবে IMO, WhatsApp ও Messenger. আমরা প্রথমে এই তিনটি App এর মধ্যে যে কোন একটি App এর  উপর Click করবো।  

Step :5 

Click করার পরে এখানে একটা Interface  চলে আসবে। পরে আপনি আপনার Phone এর স্কিনে Select করবেন Forese Stop ওই Option এবং Click করবেন 

Step :6

Click করার পরে দুইটা Option আসবে। Cancel আর Force Stop. তো আপনি Force Stop এই Option এ Click করবেন। এবং একই নিয়মে Imo ও Whats App ওই Option এর উপর Click  করবেন। এবং Force Stop ওই Option টি On করে দিবেন। তাহলে আপনার কাজ হয়ে যাবে। 

এবং এর পরও যদি দেখেন আপনার Phone এ সমস্যাটি রয়ে গেছে। এ পর্যায়ে আপনি আপনার Phone এর Power Of করবেন এবং পুনরায় On করবেন। On করার পরে দেখবেন আপনার Phone সম্পূর্ণ ভাবে ঠিক হয়ে গেছে। এবং সম্পূর্ণভাবে আপনার Phone এর স্পিকার থেকে সাউন্ড বের হচ্ছে। এখন আপনি যে Music Play  করবেন দেখবেন আপনার Phone এর স্পিকার থেকে সাউন্ড সম্পূর্ণভাবে বের হচ্ছে। এখন আপনি যার সাথে কথা বলবেন আশা করি আর কোনো সমস্যা হবে না। এরপরেও জদি আপনাদের ফোনে সমস্যা টি দেখা দেয় তাহলে Imo App বাদ দিয়ে দিতে হবে করান Imo তে অনেতক সময় কল চোলে আসলে এই সমস্যা টা দেখা দেয়, আশা করি আপনাদের কাছে বিষয় টি ভালো লাগেছে। ধন্যবাদ সম্মানিত পাঠক এতক্ষন আমাদের সাথে থাকার জন্য।

Thank you so much for staying with Netb24 for so long, you are invited to visit other posts. Thanks again…

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন