ইমু গ্রুপের সুবিধা ও অসুবিধা - IMO Group Problem Fix

Assalamu Alaikum আশা করি সকলে ভালো আছেন। আমারা জানব যে Imo এর সম্পর্কে।  এবং আপনি  কিভাবে Imo ID ও Imo Group Open করবেন এর জন্য Steps  গুলো Follow   করতে হবে।

Step 1এর জন্য আপনাকে প্রথম Imo Open করতে হবে।

Step 2তার পরে আপনাকে একটা ID খুলতে হবে। এবং ID  খোলার জন্য আপনাকে আপনারা Number দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারবেন। পরে আপনাকে একটা Password দিতে হবে। তারপর আপনার ওই Numbor এ একটি কোড Number আশবে তার পরে আপনাকে ওই Number টা দিতে হবে। তাহলে আপনার ID Open হয়ে যাবে।

Step 3পারে আপনি আপনার ID এর একটা Profile Pick দিতে পারবেন। আপনি আপনারা পছন্দ মতো Pick দিতে পারবেন। আপনি আবার Story দিতে পারবেন। পারে আপনি যাদের সাথে কথা বলবেন তার জন্য আপনাকে স্কিন এর কনারে দেখবেন Search অপশন ওই যায়গায় ক্লিক করবেন পরে আপনি যার সাথে কথা বলবেন তার ID Search দিবেন। তাহলে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন। মনে রাখবেন এর জন্য যাদের সাথে কথা বলতে চান তাদের Online থাকতে হবে।

আর যাদের সাথে কথা বলতে চান তাদের Name কিন্তু Contact এ Save থাকতে হবে।

এবং এবার জানবো যে কিভাবে Imo Group Open করতে হবে।

Step 1এর জন্য আপনাকে স্কিন এর কর্ণারে + চিহ্ন দেখবেন পরে আপনি ওই যায়গায় ক্লিক করবেন, পরে স্কিন এ লেখা দেখবেন New G Chat Option টি সিলেক্ট করবেন পরে ওই যায়গায় ক্লিক করবেন। আপনি ওই যায়গায় কিছু ID দেখবেন পারে আপনি আপনার পছন্দ মতো কিছু ID নিবেন। পারে Group Open করবেন।

Step 2আপনি ওই Group  এর একটা Profile pick দিতে পারবেন। এবং Name ও দিতে পারবেন আপনি আপনার পছন্দ মতো।

Step 3আপনি Group Open করার পরে যদি আরও অনেক মানুষের সাথে কথা বলতে চান তাহলে  আপনাকে Group এ যেতে হবে এবং স্কিন এর কোনায় থ্রি ডট Option টিতে ক্লিক করবেন। পারে স্কিনে লেখা দেখবেন Add ওই যায়গায় দিয়ে আপনি আর ID নিতে পারবেন।

Steps 4আপনার যদি Group ভালো না লাগে তবে আপনি Group থেকে Leave নিতে পারবেন। আবার আপনি যত Message করছেন তাও মুছে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে একই নিয়মে আপনাকে Group এ যেতে হবে এবং স্কিন এর কোনায় থ্রি ডট Option টিতে ক্লিক করবেন। এবং Message মুছতে চাইলে ওই যায়গায় Delete Char History Option টিতে ক্লিক করবেন। আর যদি Leave নিতে চান তাহলে Leave Option টিতে ক্লিক করবেন।

এবার আমারা Group এর কিছু সুবিধা ও অসুবিধা সম্পর্কে জেনে নেই।

সুবিধাঃ

আমরা কম সময়ে একসাথে অনেকের সাথে কথা বলতে পারি। আমরা পরিবারের লোকজন একসাথে কথা বলতে পারি। এবং আমরা CALL কল বা Message করতে পারি। আমরা এর মাধ্যমে তথ্য আাদান প্রদান করতে পারি। এখানে যদি কেউ কোন তথ্য দেয় তা সবার কাছে পৌঁছে যায়। এতে কারো সাথে আলাদা আর সময় খরচ করতে হয় না।

অসুবিধাঃ

অনেক সময়ে কেউ যদি Call বা Message দেয় তা আমাদের কাছে পৌঁছে যায়। এতে অনেক সময়ে সমস্যা হয়। এতে বেক্তিগত কোন তথ্য দেওয়া যায় না। Group টি যদি বেশি বিরক্ত করে তাহলে আপনি আবার Group টি Notification Off  করে রাখতে পারবেন। imo Group এর সুবিধা ও আছে আবার অসুবিধা ও আছে সেটা আপনার বুঝতে হবে এবং বুঝে ব্যবহার কোরেতে হবে আপনার প্রয়জনে Group ব্যবহার কোরতে পারেন, হয়তো সময় কাটানোর জন্য অথবা ব্যবসা-বানিজ্যের কাজে কিংবা লেখাপড়ার কাজে। আসা করি imo এর এ-ই বিষয় গুলো আপনারা বুঝতে পারছেন, ধন্যবাদ সবাই-কে

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন