ফেসবুকে HD ফটো আপলোড দেওয়ার নিয়ম - Facebook HD Photo Upload

Assalamu Alaikum আশা করি সকলে ভালো আছেন। আমারা জানব যে Facebook এ কিভাবে Picture HD Mood এ Upload করবেন। আর কি করলে Post Public করতে পারবেন। এবং আপনি কিভাবে এই Option  চালু করবেন এর জন্য Steps গুলো Follow করতে হবে। আর এ Option টি চালু করলে অনেক সুবিধা রয়েছে। এতে আপনার Picture গুলো অনেক সুন্দর দেখা যাবে। আপনারা Pick গুলো অনেক স্পষ্ট দেখা যাবে। আর Public করলে আপনার পিকগুলো সকলেই দেখতে পারবে।

Picture HD Mood Upload কড়ার জন্য নিচের লেখা গুলো আপনারা ফলো কোরুন তাহলে বুঝতে পাড়বেন কি করে এই কাজবি কোরতে হয়!

Step 1এর জন্য আপনাকে Google. Chrome এ যেতে হবে।

Step 2পরে আপনাকে Search দিতে হবে m.facebook. com পারে থ্রি লাইন বা থ্রি ড্রড এ ক্লিক করবেন। এবং Google Chrome কে কম্পিউটার মুডে কনভার্ট কোরবেন। এর পরে আপনার নিজের Facebook I'd Google Chrome এ Login কোরবেন, মনে রাখবেন এখানে কিন্তু আপনার ফোনের Google Chrome ব্রাউজার কে কম্পিউটার মুডে করে নিতে হবে তা না হলে কাজটি আপনারা স্বয়ংসম্পূর্ণ ভাবে করতে পারবেন না তাই এই কাজটিকে অবশ্যই আপনাদেরকে করতে হবে।

Step 3পরে স্কিন নিচের দিকে নিবেন। তারপর স্কিনে দেখবেন Settings ওই Option টি সিলেক্ট করবেন এবং ক্লিক করবেন।

Step 4পরে স্কিনে দেখবেন Profile Settings ওই Option টি সিলেক্ট করবেন  এবং আপনি ওই যায়গায় ক্লিক করবেন।

Step 5ওই Option টিতে ক্লিক করার পরে স্কিন নিচের দিকে নিবেন তারপর স্কিনে দেখবেন Photo Quality এই Option টি সিলেক্ট করবেন এবং ক্লিক করবেন।

Step 6তার পরে আপনি 3 টা Option দেখবেন।High. and Normal. পারে আপনি High Option টি চালু করে দিবেন

তাহলে আপনার Pick & Photos গুলো Full Hd মুডে Uploading কোরতে পাড়বেন, এবং এখানে আরেএকটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হল আপনার Pick & Photos গুলো জখন Upload কোরবেন তখন আপনার Facebook Lite App দিয়ে Upload কড়লে আপনার Pick & Photo কখনো Full HD কোয়ালিটি তে Upload হবেনা, মানে আপনাকে Facebook এর Full version App দিয়ে Pick & Photo Upload কোরতে হবে তাহলে Full HD কোয়ালিটিতে Pick Uploading হবে। এছাড়াও আপনারা জদি ফোনের Google Chrome ব্রাউজার কম্পিউটার মুড কোড়ে Pick & Photos বা ভিডিও Upload করেন তাহলেও সেটা Full HD মুডে দেখতে পারবেন বা সবাই আপনার Pk & Photo HD তে দেখবে আশাকরি বিষয় গুলো আপনারা বুঝতে পারছেন।

এবার জানবো যে কিভাবে Post Public করবেন, এবং Fb Post Public কোরলে কিকি সুবিধা পাওয়া যায়।

Step 1এর জন্য আপনাকে Facebook Open করতে হবে।

Step 2পারে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর স্কিন নিচের দিক নিবেন।

Step 3নিচের দিক নেওয়ার পরে স্কিনে লেখা দেখবেন Settings ওই Option সিলেক্ট করবেন এবং ক্লিক করবেন। পারে স্কিন নিচের দিকে নিবেন।

Step 4নিচের দিক নেওয়ার পর স্কিনে লেখা দেখবেন Followers And Public Content ওই Option টি সিলেক্ট করবেন। এবং ক্লিক করবেন।

Step 5তারপর কিছু Option দেখাবে। আপনি আপনার পছন্দমত Public করে দিবেন।

আর আপনি যদি Public করে দেন তাহলে আপনি যা কিছু Post করুন না কেন Public হয়ে যাবে।

আবার Post Public করার কিছু সুবিধা রয়েছে। এতে আপনি যদি কিছু Post করেন তা সকলেই দেখতে পারবে এবং আপনার ছবিতে like comment  বেশি হবে। এবং আপনি যদি কোন তথ্য দিতে চান তাও খুব তারাতাড়ি সকালের কাছে চলে যাবে। এছাড়াও আপনি বা আপনারা চাইলে Friends কোরে রাখতে পারেন Friends কোরে রাখলে আপনার বা আপনাদের Post শুধু মাত্র আপনার জারা বন্ধ থাকবে তারাই আপনার বা আপনাদের Post দেখতে পারবে। এছাড়াও আপনারা আর টি বিষয় হয়তো ভাবতেছেন জদি সব সময়ে Post Police কোরে রাখি তাহলে হয়তো, আমাদের Post এ প্রচুর পরিমাণ Like & Comment আসবে আসলে এরকম টা একদমই না আপনার Facebook Friends List এ জদি পাঁচ হাজার বন্ধু থাকে তবে কখনোই এই পড়ি মান Like & Comment আসবে না, কারন সবাই সব সময় Active থাকেনা। তবে আপনারা চাইলে যে পরিমান বন্ধু আছে তার চেয়েও বেসি পরিমানে Like & Comment আনতে পারবেন তবে তার জন্য আপনাদের বা আপনার প্রতি দিন প্রচুর পরিমাণ Post কোরতে হবে অথবা প্রচুর পরিমাণ Police এর সাথে Active থাকতে হবে তাহলে সম্ভব অনেক বেশি Like & Comment পাওয়া। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পোস্ট মনোযোগ দিয়ে পড়ার জন্য। ভাল লাগলে অন্য পোস্ট গুলো মনোযোগ দিয়ে আপনারা দেখতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন