ফেসবুক মেসেঞ্জারের গ্রুপের সুবিধা ও অসুবিধা - Fb Messenger Group

Fb Messenger Group
Assalamu Alaikum আশা করি সকলে ভালো আছেন। দেখা যায় যে আনেক সময় আমরা সময়ের অভাবে অনেক মানুষের সাথে কথা বলতে পারিনা। আমরা এবার জানবো যে কিভাবে কম সময়ে একসাথে অনেকের সাথে কথা বলতে পারবো। এর জন্য আপনারা Steps গুলো Follow করেন।

Step 1এর জন্য আমাদের Messager App টি Open করতে হবে।

Step 2এবং আমাদের একটা Group খুলতে হবে। খোলার জন্য আমাদের Messager এ যেতে হবে। তারপরে স্কিন এর কনারে দেখবেন পেনসিল এর মতো চিহ্ন। ওই যায়গায় ক্লিক করবেন। পরে আপনি Group Open করবেন এবং আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারবেন। এবং আপনি আপনার পছন্দ মতো লোক Add দিতে পারবেন।

আমারা এবার জানবো যে Group এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে।

সুবিধাঃ

আমরা কম সময়ে একসাথে অনেকের সাথে কথা বলতে পারি। এতে আমরা Class ও করতে পারি। আমরা পরিবারের লোকজন একসাথে কথা বলতে পারি। এবং আমরা Video Call ও Audio  কল বা Message করতে পারি। আমরা এর মাধ্যমে তথ্য আাদান প্রদান করতে পারি। এখানে যদি কেউ, কোন তথ্য দেয় তা সবার কাছে পৌঁছে যায়। এতে কারো সাথে আলাদা আর সময় খরচ করতে হয় না।

অসুবিধাঃ

অনেক সময়ে কেউ যদি Call বা Message দেয় তা আমাদের কাছে পৌঁছে যায়। এতে অনেক সময়ে সমস্যা হয়। এতে বেক্তিগত কোন তথ্য দেওয়া যায় না।

Group টি যদি বেশি বিরক্ত করে তাহলে আপনি আবার group টি Mute করে রাখতে পারবেন। আর আপনি যদি Mute করতে চান তাহলে আপনাকে ওই Group এর Profile টির উপর ক্লিক করবেন। পরে স্কিন এর উপর Mute অপসোন সিলেক্ট করবেন। এবং ক্লিক করবেন পরে আপনি আপনার পছন্দ মতো সময় বা সব সময়ের জন্য Mute করে রাখতে পারবেন। আপনি আবার Message বা call উভয় Mute করতে পারবেন। পরে আপনার যদি Group ভালো না লাগে তবে আপনি Group থেকে Leave নিতে পারবেন। এর জন্য আপনাকে একইভাবে ওই Group এর Profile টির উপর ক্লিক করবেন। পরে স্কিন এর উপর Leave অপসোন সিলেক্ট করবেন। এবং ক্লিক করে আপনি Group থেকে Leave  নিতে পারবেন। অনেক সময় অনেক ID আপনাকে Add দিতে পারে। আপনি চাইলে ওই Group থেকে Leave  নিতে পারবেন। আবার কাউকে যদি আপনার ভালো না লাগে তবে আপনি তাকে Group থেকে বাদ দিতে পারবেন।

Group নিয়ে আমাদের মতামত!..

তবে এই Group এ অসুবিধার চেয়ে সুবিধা বেশি। আমার কাছে এই Group ভালো লাগে। এতে আমরা আমাদের বন্ধুদের সাথে যেকনো জায়গায় বা যেকোনো সময়  Message বা Call দিয়ে কথা বলতে পারি। কিন্তু এর জন্য যাদের সাথে  কথা বলবো তাদের Online এ থাকতে হবে। মনে রাখবেন Online না থাকলে আপনি বা কেউ যদি কিছু Text করে তা কিন্তু যারা লাইনে না থাকবে তারা কিন্তু ওই সময় দেখতে পারবে না। এতে অনেক সময়ে Text করলে কাজ হয় না সময় মতো। আপনি এই Group এর মাধ্যমে দূরে থাকলে ও একসাথে অনেকের সাথে কথা বলতে পারবেন। আপনি Messager এ অনেক Group এ থাকতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের Group খুলতে পারবেন। যেমন বন্ধু পরিবার  অফিস বা যেকোনো বিষয় Group খুলতে পারবেন। আপনার কাছে Group কেমন লাগে জানাবেন।

Group কত ধরনের হয়ে থাকে!!

সম্মানিত ভিজিটর Massinger Group & Fb Group কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে, যেমন Fb App থেকে যে সকল Group এ আমরা Add হই অথবা আমাদের Add করা হয় সেগুলো হলো বিভিন্ন তথ্য আদান-প্রদানের গ্রপ অথবা Post Group. Post Group এ সবাই Post কোরতে পারেন কিন্তু এক সাথে ফোন কলে কথা বলার অপশন কিন্তু থাকে না, আবার কিছু কিছু Group এ থেকে থাকে। অধিকাংশ Group এ এ-ই অপশন Off থাকে। আবার কিছু Group থাকে যেখানে বিভিন্ন কোম্পানির প্রচারণার জন্য & বিভিন্ন ফ্যান ক্লাব গ্রুপ যেখান থেকে মানুষ বা পাবলিক তথ্য পেয়ে থাকে। এবং কিছু কিছু Group আপনারা তৈরি কোরতে পারবেন যেখানে শুধু বন্ধুদের সাথে আড্ডা ভিডিও কল অডিও কল এবং Messaging কোরতে পারবেন এটা Messenger App থেকে। আশাকরি Messenger & Facebook Group সম্পর্কে আপনারা একটা খুবই ভালো ধারণা পেলেন। এই Post মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের কে অসংখ্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন